Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ১৭, ২০২৩

আন্তর্জাতিক ক্রিকেটে রাজকীয় প্রত্যাবর্তন। রবীন্দ্র জাদেজার ২৫০ উইকেটের মাইলস্টোন স্পর্শ

আরম্ভ ওয়েব ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেটে রাজকীয় প্রত্যাবর্তন। রবীন্দ্র জাদেজার ২৫০ উইকেটের মাইলস্টোন স্পর্শ

গত বছর আইপিএলের সময় থেকেই হাঁটুর জোটে ভুগছিলেন অস্ত্রোপচারও করাতে হয়েছিল যার জন্য দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন রবীন্দ্র জাদেজা। আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই ২৫০ টেস্ট উইকেটের মাইলস্টোনে পৌঁছে গেলেন ভারতীয় দলের এই স্পিনার অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার উসমান খোয়াজাকে আউট করে তিনি টেস্ট ক্রিকেটে আড়াইশো উইকেটের মালিক হয়ে গেলেন। দিল্লি টেস্টে তিন উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গে তিনি পৌঁছে গেলেন ২৫২ উইকেটে।

দিল্লিতে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার ইনিংসের ৪৬তম ওভারে রবীন্দ্র জাদেজার অফস্টাম্পের বাইরের বল রিভার্স সুইপ করতে গিয়ে লোকেশ রাহুলের হাতে ক্যাচ দেন উসমান খোয়াজা। তাঁকে আউট করার সঙ্গে সঙ্গে টেস্ট ক্রিকেটে আড়াইশো উইকেটের মাইলস্টোনে পৌঁছে যান রবীন্দ্র জাদেজা।

এর আগেও উসমান খোয়াজাকে আউট করার সুযোগ এসেছিল রবীন্দ্র জাদেজার সামনে। তাঁর বলে উসমান খোয়াজাকে এলবিডব্লিউ আউট দিয়েছিলেন আম্পায়ার মাইকেল গফ। কিন্তু রিভিউ নিয়ে রক্ষা পান খোয়াজা। ১৯.১ ওভারে রবীন্দ্র জাদেজার বলে খোয়াজার বিরুদ্ধে আরও একবার এলবিডব্লিউ আউটের আবেদন উঠেছিল। আম্পায়ার আউট দেননি। ভারত রিভিউ নিয়েছিল। রক্ষা পান খোয়াজা। তিনি ভারতীয় দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার বিরুদ্ধে সুইপ ও রিভার্স সুইপের দিকে নজর দিয়েছিলেন। ভালই খেলছিলেন কিন্তু সেই রিভার সুইপই তাঁকে বিপদের মুখে ঠেলে দেয়।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জীবনের ৬২ তম টেস্ট ম্যাচ খেলছেন রবীন্দ্র জাদেজা। ৬২ তম ম্যাচেই পৌঁছে গেলেন আড়াইশো উইকেটের মাইলস্টোনে। এক ইনিংসে জাদেজার সেরা বোলিং ৪৮ রানে ৭ উইকেট। আর ম্যাচে ১৫৪ রানে ১০ উইকেট। ৬২ টেস্টে তিনি রান করেছেন ২৫৯৩।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!