Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ৬, ২০২৪

রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক

আরম্ভ ওয়েব ডেস্ক
রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক

রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। এই নিয়ে টানা ১১ বার রেপো রেট অপরিবর্তিত রাখল। অর্থাৎ সুদের হারে কোনও পরিবর্তন ঘটাল না। মু্দ্রা নীতি কমিটির তিন দিনের দীর্ঘ বৈঠকের পরে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস রেপো রোট অপরিবর্তিত রাখার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। ৬ সদস্যের মধ্যে ৪ সদস্য রেপো রেট অপরিবর্তিত রাখার পক্ষে মত দেন।
আগের ১০ বার রেপো রেট ৬.‌৫ শতাংশ ছিল। এবারই একই রয়েছে। রেপো রেট অপরিবর্তিত রাখার জন্য একদিকে যেমন গৃহঋণের মাসিক কিস্তির ওপর সুদের হার এখনই বাড়ছে না, তেমনই সুদের বোঝা কমবেও না। তিনদিন ধরে বৈঠক করেছেন মুদ্রানীতি কমিটির ৬ সদস্য। মুদ্রা নীতি কমিটি দুই–চতুর্থাংশের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রেপো রেট ৬.‌৫ শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। দ্বি–মাসিক আর্থিক পরিস্থিতি পর্যালোচনার তথ্য প্রকাশ করে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, ‘‌মানুষের জন্য মূল্য স্থিতিশীলতা খুব গুরুত্বপূর্ণ। তবে আর্থিক বৃদ্ধিও জরুরি। অর্থনীতির জন্য মুদ্রাস্ফীতির চূড়ান্ত গন্তব্য দীর্ঘ থেকে কঠিনতর হচ্ছে। তাই মুদ্রা নীতি কমিটি দুই–চতুর্থাংশের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রেপো রেট ৬.‌৫ শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।’‌
চলতি আর্থিক বছরে মুদ্রাস্ফীতির হার ৪.‌৮ শতাংশে নামিয়ে আনা হবে বলে জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। তিনি মনে করছেন, তৃতীয় ত্রৈমাসিকে মুদ্রাস্ফীতি ৫.‌৭ শতাংশ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চতুর্থ ত্রৈমাসিকে ৪.৫ শতাংশে হ্রাস পাবে। পরের বছরের প্রথম ত্রৈমাসিকে মুদ্রাস্ফীতির হার ৪.‌৬ ও দ্বিতীয় ত্রৈমাসিকে ৪ শতাংশে নেমে আসবে বলে অনুমান করা হয়েছে।
করোনার সময় দুবারে রেপো রেট ০.‌৪০% কমিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। করোনার আগে ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি রেপো রেট ছিল ৫.‌১৫ শতাংশ। পরবর্তীকালে মুদ্রা নীতি কমিটির ১০টি বৈঠকে ৫ বার সুদের হার বাড়িয়েছে। ৪ বার কোনও পরিবর্তন করেনি। এরপর ২০২২ সালের আগস্টে আর একবার রেপো রেট ০.‌৫০ শতাংশ কমিয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!