- এই মুহূর্তে দে । শ বৈষয়িক
- ফেব্রুয়ারি ৮, ২০২৪
অপরিবর্তিত রেপো রেট, ঋণে বাড়ছে না সুদ।স্বস্তিতে আমজনতা
উইথড্রয়াল অফ অ্যাকোমোডেশনের পথে হাঁটছে আরবিআই

টানা ছবার রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক । অর্থাৎ আগামী তিন মাসের জন্য রেপো রেট থাকছে ৬.৫ শতাংশ । বৃহস্পতিবার মনিটারি পলিসির বৈঠক শেষে এই কথা জানিয়েছেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস ।
বৃহস্পতিবার আরবিআই গভর্নর বলেন, ‘খাদ্যপণ্যের দামে ওঠাপড়া মুদ্রাস্ফীতির উপর প্রভাব ফেলেছে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে ।’ রেপো রেট অপরিবর্তিত রাখার কারণ হিসাবে রিজার্ভ ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, দেশের খুচরো মুদ্রাস্ফীতিতে আংশিক লাগাম পরানো গিয়েছে । কিন্তু সামগ্রিক মুদ্রাস্ফীতির হার এখনো বেশি । জিডিপি বৃদ্ধির সম্ভাব্য লক্ষ্যমাত্রা আগে ৬.৫ শতাংশ রাখা হলেও তা বাড়িয়ে ৭ শতাংশ করা হয়েছে ।
#WATCH | RBI Governor Shaktikanta Das says, "Amidst the current headwinds elevated levels of public debt are raising serious concerns on macroeconomic stability in many countries, including some of the advanced economies. The global public debt to GDP ratio is projected to reach… pic.twitter.com/hO11C9rO96
— ANI (@ANI) February 8, 2024
মুদ্রাস্ফীতির মোকাবিলায় ২০২২ এর সূচনা থেকে ২০২৩ এর ফেব্রুয়ারি পর্যন্ত কয়েক দফায় বিপুল হারে রেপো রেট বাড়িয়েছিল শীর্ষ ব্যাঙ্ক । ওই একবছরের মধ্যে ২৫০ বেসিস পয়েন্ট বেড়েছে রেপো রেট । যদিও ২০২৩-২৪ অর্থবর্ষে আর রেপো রেট বাড়ানো হয়নি । নতুন অর্থবর্ষের ঠিক আগেই আবারও রেপো রেট অপরিবর্তিত রাখার পথেই হাঁটল রিজার্ভ ব্যাঙ্ক ।
গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ । সেখানে করছাড়ের উর্ধ্বসীমা বাড়েনি । তাই ঋণগ্রহীতাদের নজর ছিল রেপো রেটের সিদ্ধান্তের দিকে । রেপো রেটে কোনও পরিবর্তন না হওয়ার গাড়ি-বাড়ি ও অন্যান্য ক্ষেত্রে ইএমআই বাড়বে না।
এদিনের বিবৃতিতে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেন, এমন আর্থিক নীতি গ্রহণ করতে হবে যেটা মুদ্রাস্ফীতি কমাতে কার্যকর । এদিন মনিটারি পলিসির বৈঠকে পাঁচ সদস্যই রেপো রেট অপরিবর্তিত রাখার পক্ষে মত দিয়েছেন । উইথড্রয়াল অফ অ্যাকোমোডেশনের পথে হাঁটছে আরবিআই । অর্থাৎ কোভিডের সময়ে অর্থনীতিকে সচল রাখতে রিজার্ভ ব্যাঙ্ক যেভাবে বাজারে অর্থের জোগান দিয়েছিল, এবার ধীরে ধীরে সেটা কমিয়ে নেওয়া হবে।
❤ Support Us