- এই মুহূর্তে বৈষয়িক
- অক্টোবর ৬, ২০২৩
আরবিআই টানা চারবার ৬.৫% ঋণের হার অপরিবর্তিত রাখল, সুদের অপরিবর্তিত থাকার সম্ভাবনা

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই, আজ টানা চতুর্থবারের জন্য তাদের মূল ঋণের হার ৬.৫ % অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় ব্যাঙ্কের মনিটরি পলিসি কমিটি বা এমপিসি-র সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। সুদের হার অপরিবর্তিত রাখার অর্থ ঋণের সুদের হারও অপরিবর্তিত থাকার সম্ভাবনা। সামগ্রিকভাবে মুদ্রাস্ফীতির দৃষ্টিভঙ্গি অনিশ্চয়তার মেঘে ঢাকা, তবে আরবিআই গভর্নর বলেছেন, ব্যাঙ্কিং ব্যবস্থা স্থিতিস্থাপক রয়েছে।
শক্তিকান্ত দাস বলেছেন, “সামগ্রিকভাবে মুদ্রাস্ফীতি অনিশ্চিত মেঘে ঢাকা, তাছাড়া ডাল, তৈল বীজের মতো কিছু প্রধান ফসলের জন্য খরিফ বপনের জন্য পর্যাপ্ত জল জলাধার থেকে পাওয়া যায়নি, তাই উৎপাদন হ্রাস পেয়েছে , তার ওপর বিশ্বব্যাপী খাদ্য ও জ্বালানির দামের অস্থিরতার কারণে অনিশ্চয়তার মেঘে ঢাকা রয়েছে আর্থিক বাজার।”
তিনি আরও বলেন, আরবিআই আশা করছে চলতি আর্থিক বছরের জন্য খুচরা মূল্যস্ফীতি ৫.৪% হবে এবং আগামী অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে ৫.২% তে নেমে আসবে।
❤ Support Us