Advertisement
  • এই মুহূর্তে বৈষয়িক
  • এপ্রিল ৫, ২০২৪

‌‌টানা সাত বারের জন্য রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক

আরম্ভ ওয়েব ডেস্ক
‌‌টানা সাত বারের জন্য রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক

টানা সপ্তম বারের জন্য রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মূল ঋণের হার ৬.‌৫ শতাংশে স্থির রেখেছে। যার অর্থ, ঋণের সুদের হার ও মাসিক কিস্তি আপাতত অপরিবর্তিত থাকবে। রিজার্ভ ব্যাঙ্কের দ্বি–মাসিক মনিটারি পলিসি কমিটির সভায় ৫:১ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস।
মুদ্রাস্ফীতি নিয়ে শক্তিকান্ত দাস বলেন, ‘‌মুদ্রাস্ফীতি সব অনুমানকে পেছনে ফেলে তার গতিশীলতা বজায় রেখেছে। জানুয়ারি এবং ফেব্রুয়ারি দুই মাসেই মূদ্রাস্ফীতি ৫.‌১ শতাংশে নেমে এসেছে, যা গতবছর ডিসেম্বর মাসে ৫.‌৭ শতাংশ ছিল। মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রার ৪ শতাংশের ওপরে রয়েছে। চলতি বছরের জন্য খুচরো মূল্যস্ফীতি ৪.‌৫ শতাংশ আশা করেছে।’‌ তিনি আরও বলেন, ‘‌এই আর্থিক বছরে জিডিপি বৃদ্ধির পূর্বাভাসে কোনও পরিবর্তন হবে না এবং চলতি অর্থবছরের জন্য ৭ শতাংশে ধরে রাখা হয়েছে। এপ্রিল–জুন ত্রৈমাসিকে ৭.‌১ শতাংশ এবং জুলাই–সেপ্টেম্বর ত্রৈমাসিকে ৬.‌৯ শতাংশ বৃদ্ধি প্রত্যাশিত।’‌
গত ৯ মাসে মূল মুদ্রাস্ফীতি ক্রমাগতভাবে হ্রাস পেয়েছে বলে দাবি করেছেন শক্তিকান্ত দাস। তাঁর মতে, জ্বালানি উপাদান টানা ছয় মাস ধরে মুদ্রাস্ফীতির মধ্যে রয়েছে। খাদ্যমূল্যের অনিশ্চয়তা চ্যালেঞ্জের সৃষ্টি করে চলেছে বলেও শক্তিকান্ত দাস জানিয়েছেন। তিনি বলেন, ‘‌খাদ্যদ্রবের মুদ্রাস্ফীতির যথেষ্ট অস্থিরতা প্রদর্শন করে চলেছে, যা চলমান ডিসফ্লেশন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।’‌ শক্তিকান্ত দাস আরও বলেন যে, বিশ্ব অর্থনীতি স্থিতিস্থাপক রয়ে গেছে এবং ২০২৪ সালে বিশ্ব বাণিজ্য দ্রুত বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!