- প্রচ্ছদ রচনা বৈষয়িক
- ফেব্রুয়ারি ৮, ২০২৩
রিজার্ভ ব্যাংকের ২৫ শতাংশ রেপো রেট বৃদ্ধির নয়া ঘোষণা, বাড়বে গৃহঋণে সুদের হার। উদ্বিগ্ন আমজনতা

আরও এক বার বাড়ল রিজার্ভ ব্যাংকের রেপো রেট। গত বছর নভেম্বর মাসের পর এ নিয়ে ষষ্ঠ বার রেপো রেট বাড়াল দেশের শীর্ষ ব্যাঙ্ক। বুধবার আরবিআই-এর মনিটারি কমিটি পলিসির বৈঠক অনুষ্ঠিত হয়। তারপর সাংবাদিক সম্মেলনে ২৫ বেসিস পয়েণ্ট রেপো রেট বৃদ্ধির ঘোষণা করেন গভর্নর শক্তিকান্ত দাস।
রিজার্ভ ব্যাঙ্ক বাণিজ্যিক ব্যাঙ্কগুলোকে যে হারে ঋণ প্রদান করে তাকে রেপো রেট বলা হয়। আর বিপরীতটা হলে রিভার্স রেপো রেট। রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়ানোর কথা ঘোষণা করলেও রিভার্স রেপো রেট বাড়াবার ব্যাপারে কিছু জানায়নি। ৩.৩৫ শতাংশতেই রয়েছে রিভার্স রেপো রেট। এমপিসির বুধবারের বৈঠকে স্থির হয়েছে, ব্যাঙ্ক রেট ৬.৭৫ শতাংশ সংশোধিত হবে। রেপো রেট বৃদ্ধি পেলে গৃহের জন্য ঋণ নেওয়া গ্রাহকরা সমস্যায় পড়তে পারেন। ইএমআই ও ঋণের ওপর সুদের হার বৃদ্ধি পাবার আশঙ্কাও রয়েছে। অর্থনীতিবিদরা মনে করছেন, রেপো রেট বৃদ্ধি পেলে যেহেতু সুদের হার বাড়ছে তাই ব্যাঙ্কে স্থায়ী আমানতের পরিমাণও এর ফলে বাড়তে পারে।
আরবিআইএর নীতি অনুযায়ী মুদ্রাস্ফীতির নির্ধারিত সীমা হওয়া উচিত ৬%। কিন্তু গত বছর এই সীমা অতিক্রম করে যায়। অক্টোবর মাসে মুদ্রাস্ফীতির হার ছিল ৬.৭৭ %। সেকারণেই পাঁচ বার রেপো রেট বাড়ায় দেশের শীর্ষ ব্যাঙ্ক। তারপরে অবশ্য বেশ কয়েকবার মুদ্রাস্ফীতির হার নীচে নেমে এসেছিল। আরবিআই-এর অর্থনীতি বিশেষজ্ঞদের ধারণা, ফের আর এক বার বাড়তে পারে মুদ্রাস্ফীতির হার। সে কারণেই আগাম ব্যবস্থা হিসেবে রেপো রেট বৃদ্ধির পথে পুনরায় হাঁটল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইণ্ডিয়া।
❤ Support Us