Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ১, ২০২৩

জমা না পড়া ২০০০ টাকার নোট এখনো “বৈধ”, জানাল আরবিআই

আরম্ভ ওয়েব ডেস্ক
জমা না পড়া ২০০০ টাকার নোট এখনো “বৈধ”, জানাল আরবিআই

শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়ে দিল এখনই ২০০০ টাকার নোট “অবৈধ” নয়। এখনও নির্দিষ্ট কিছু নিয়ম মেনেই ২০০০ টাকার নোটগুলি ব্যাঙ্কে জমা দেওয়া যাবে বলে জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক। প্রসঙ্গত, নির্ধারিত সময়সীমা পার হয়ে যাওয়ার পরও ব্যাঙ্কে জমা পড়েনি প্রায় ১০ হাজার কোটির ২ হাজার টাকার নোট। তাই রিজার্ভ ব্যাঙ্ক এই নির্দেশিকা জারি করেছে।

মে মাসের মাঝামাঝি রিজার্ভ ব্যাঙ্ক বাজার থেকে সব ২০০০ টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছিল। বিবৃতি জারি করে আরবিআইয়ের তরফে জানানো হয়েছিল, যাদের কাছে ২০০০ টাকার নোট রয়েছে ৩০ সেপ্টেম্বরের মধ্যে সেই ২০০০ টাকার নোট তারা যেন  ব্যাঙ্কে জমা করে দেয়। ২০০০ টাকার নোট একবারে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত জমা করা যাবে বলেই রিজার্ভ ব্যাঙ্ক তাদের নির্দেশিকায় জানিয়েছিল। যে কোনও ব্যাঙ্কেই এই নোট জমা করে কিংবা বদলে ফেলে সমপরিমাণ অন্য টাকার নোট নেওয়া যাবে। পরে সেই সময়সীমা ৩০ সেপ্টেম্বর থেকে বাড়িয়ে ৭ অক্টোবর করা হয়।

শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, বাজারে থাকা সিংভাগ ২ হাজার টাকার নোটই ব্যাঙ্কে জমা পড়ে গেছে। তবে এখনও সামান্য কিছু নোট বাজারে রয়েছে। ওই ২০০০ টাকার নোটগুলি এখনও “বৈধ”। তবে তা নির্দিষ্ট প্রক্রিয়ায় জমা দিতে হবে। রিজার্ভ ব্যাঙ্কের অফিসে গিয়ে নির্দিষ্ট ফর্ম পূরণ করলেই ওই নোট জমা দিয়ে  সমপরিমাণ টাকা নিজের অ্যাকাউন্টে পেয়ে যাবেন সংশ্লিষ্ট ব্যক্তি। তবে ওই টাকা অন্য কোনও অ্যাকাউন্টে ট্রান্সফার করা যাবে না।

রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে জানা গেছে, ১৯ মে ২০২৩ পর্যন্ত বাজারে ৩ লক্ষ ৫৬ হাজার কোটি টাকা মূল্যের ২০০০ টাকার নোট চালু ছিল। এর মধ্যে ৯৭.২৬ শতাংশ ২০০০ টাকার নোট রিজার্ভ ব্যাঙ্কে জমা পড়েছে। এখনও প্রায় ৯ হাজার ৭৬০ কোটি টাকার মূল্যের ২০০০ টাকার নোট বাজারে পড়ে রয়েছে। সেই ২০০০ টাকার নোটগুলো দ্রুত ব্যাঙ্কে ফিরিয়ে নেওয়ার জন্যই শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক এই বিবৃতি জারি করেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!