- দে । শ প্রচ্ছদ রচনা
- মে ১৩, ২০২৪
ভোটপ্রয়োগের হারে এগিয়ে বাংলা।পলাশিপাড়ায় ইভিএম কারচুপি। তৃণমূল কর্মীদের হুমকি দিচ্ছে বিজেপি, অভিযোগ মমতার

চতুর্থ দফা লোকসভা ভোটে উঠল ইভিএম কারচুপির অভিযোগ। মেশিনের বোতাম টিপলে ভোট চলে যাচ্ছে বিজেপিতে । নদীয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের পলাশিপাড়া বিধানসভার পলশুণ্ডা-১ গ্রাম পঞ্চায়েতের বারুইপাড়া শিশু শিক্ষা কেন্দ্র ৫৯ নম্বর বুথে এমন ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। এমন গোলযোগ লক্ষ্য করা মাত্রই অভিযোগ করেন ভোটদাতারা। এই নিয়ে কিছুক্ষন ভোটগ্রহণ বন্ধ থাকে। পরে নির্বাচন কমিশন থেকে নতুন মেশিন আসার পর আবার শুরু হয় নির্বাচন। এখনও পর্যন্ত ওই কেন্দ্রে শান্তিপূর্ণভাবে চলছে ভোট নেওয়া। ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল ছটায়। চলবে সন্ধে ছটা পর্যন্ত।
তিন নম্বর বোতামে চাপ দিলেই তৃণমূলের ভোট চলে যাচ্ছে দুই নম্বর বোতামের বিজেপি প্রার্থীর কোটায়। এই কারচুপি বেশ কজন ভোটারের নজরে আসে। তাঁরা অভিযোগ জানান সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারকে। ফলে তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় ভোট গ্রহণ। প্রসঙ্গত, কৃষ্ণনগরের এবারের তৃণমূল প্রার্থী লোকসভা থেকে ‘বহিষ্কৃত’ সাংসদ মহুয়া মৈত্র। অপরদিকে পদ্ম শিবিরের প্রার্থী হয়ে প্রথমবার ভোটের ময়দানে কৃষ্ণনগর রাজবাড়ির বর্তমান ‘রাজমাতা’ অমৃতা রায়। বাম- কংগ্রেস জোটের হয়ে লড়ছেন এস এস সাদি।
আজ বনগার প্রচার সভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় এপ্রসঙ্গে বলেন, ইভিএম কারচুপি করে ভোট জিততে চক্রান্ত কে ছিল বিজেপি, আমারা সেই কারচুপি ধরে ফেলেছি, নির্বাচন কমিশনকে ইভিএম মেশিন বদলে দিতে বাধও করেছি। পাশাপাশি আসানসোলে বিজেপি প্রার্থী এসএস আলুয়ালিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, তৃণমূলের কর্মীদের ভয় দেখাচ্ছে স্থানীয় বিজেপি নেতূত্ব। টাকা দিয়ে ভোট কেনারও প্রচেষ্টা হচ্ছে ওখানে। অন্যদিক বর্ধমানে আজ দিলীপ ঘোষের কনভয়ে আক্রমণের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিল নির্বাচন কমিশন ।
এখনও পর্যন্ত সাড়া দেশে ভোট গ্রহণের হার ৪০.৩২%। ভোটপ্রয়োগের হারে এগিয়ে এই রাজ্য। এখনও পর্যন্ত ভোট পড়েছে ৫১.৮৭%।দ্বিতীয় স্থানে এখনও রয়েছে মধ্যপ্রদেশ। সেখানে ভোটের হার ৪৮.৫২%। এই রাজ্যে ভোট প্রয়োগের হারে এগিয়ে বর্ধমান পূর্ব (৫৫.৮৭%), দ্বিতীয় স্থানে রয়েছে লাল মাটির দেশ বোলপুর। সেখানে ভোটের হার ৫৪.৮১%। এর আগে এগিয়ে ছিল বহরমপুর।
❤ Support Us