Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ১৮, ২০২৪

মধুর প্রতিশোধ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়েল মাদ্রিদ, শেষ চারে বায়ার্ন মিউনিখও

আরম্ভ ওয়েব ডেস্ক
মধুর প্রতিশোধ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়েল মাদ্রিদ, শেষ চারে বায়ার্ন মিউনিখও

আন্তেনীয় রুডিগার ভুলে চ্যাম্পিয়ন্স লিগ থেকে প্রায় ছিটকেই যাচ্ছিল রিয়েল মাদ্রিদ। টাইব্রেকারে ভুলের প্রায়াশ্চিত্য করে রিয়েলকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে তুললেন এই জার্মান ডিফেন্ডার। তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচে টাইব্রেকারে ৪–৩ ব্যবধানে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠল রিয়েল মাদ্রিদ। অন্য কোয়ার্টার ফাইনালে, আর্সেনালকে দ্বিতীয় পর্বের ম্যাচে ১–০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ। দুই পর্ব মিলিয়ে বায়ার্নের পক্ষে ফল ৩–২। সেমিফাইনালে রিয়েল মাদ্রিদ খেলবে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে। অন্য সেমিফাইনালে পিএসজির প্রতিপক্ষ বরুসিয়া ডর্টমুন্ড।
প্রথম পর্বের রোমাঞ্চকর ম্যাচে ২–২ ড্র করেছিল ম্যান সিটি ও রিয়েল মাদ্রিদ। ইত্তিহাদে ম্যান সিটির ঘরের মাঠে ১২ মিনিটেই রড্রিগোর গোলে এগিয়ে যায় রিয়েল মাদ্রিদ। ভিনিসিয়াস জুনিয়র বক্সের মধ্যে রড্রিগোকে উদ্দেশ্য করে সেন্টার করেন। তার শট ম্যান সিটি গোলকিপার এডেরসনের গায়ে লেগে ফিরে আসে। ফিরতি বল জালে পাঠান রড্রিগো। পিছিয়ে পড়ে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে ম্যানচেস্টার সিটি। রিয়েল রক্ষণে বারবার আতঙ্ক তৈরি করেন কেভিন ডি ব্রুয়েন, ফিল ফোডেন, জ্যাক গ্রিলিশরা। ১৯ মিনিটে সমতা ফেরানের সুযোগ এসেছিল ম্যান সিটির কাছে। আর্লিং হালান্ডের হেড ক্রসবারে লেগে ফিরে আসে।
দ্বিতীয়ার্ধের পুরোটাই বলতে গেলে ছিল ম্যানচেস্টার সিটির দখলে। ব্রুয়েন, ফোডেন, হালান্ডদের লাগাতার আক্রমণের মুখে রিয়েলের রক্ষণ যথেষ্ট জমাট, সুগঠিত ছিল। তবে ৭৬ মিনিটে আর শেষরক্ষা হয়নি। ডিফেন্ডার রুডিগারের মুহূর্তের ভুলে সমতা ফেরায় ম্যান সিটি। গোল করেন কেভিন ডি ব্রুয়েন। ম্যাচের বাকি সময় আর গোল হয়নি। অতিরিক্ত সময়ে ১০৫ মিনিটের মাথায় ৬ গজ বক্সের মধ্যে বল পেয়েও সহজ সুযোগ নষ্ট করেন রুডিগার। তবে শেষ পর্যন্ত রিয়েলকে জয় এনে দেন রুডিগারই।
টাইব্রেকারে রিয়েল গোলকিপার আন্দ্রে লুনিন বার্নার্ড সিলভা ও মাতেও কোভাচিচের শট আটকে দেন। অন্যদিকে ম্যান সিটি গোলকিপার এডেরসন আটকান লুকা মদরিচের শট। রিয়েলের হয়ে টাইব্রেকারে গোল করেন বেলিংহাম, ভাজকোয়েজ, নাচো ও রুডিগার। অন্যদিকে, ম্যান সিটির হয়ে গোল করেন আলভারেজ, ফোডেন ও এডেরসন।
এই নিয়ে রেকর্ড ১৭ তম বার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠল রিয়েল মাদ্রিদ। আর গতবারের চ্যাম্পিয়নরা বিদায় নিল শেষ আট থেকেই। গত বছর এই ম্যান সিটির কাছে হেরেই সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল রিয়েল মাদ্রিদ। এবার কোয়ার্টার ফাইনালে মধুর প্রতিশোধ।
অন্য কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় পর্বের ম্যাচে ৬৩ মিনিটে জোশুয়া কিমিখের করা গোলে আর্সেনালকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ। দুই পর্ব মিলিয়ে বায়ার্নের জয় ৩–২ ব্যবধানে। এই নিয়ে ১৩ বার ইউরোপীয় প্রতিযোগিতার শেষ চারে উঠল জার্মান দলটি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!