Advertisement
  • এই মুহূর্তে
  • জানুয়ারি ১৫, ২০২২

বিজেপির অন্দরে কোন্দল। শান্তনুর নেতৃত্বে বিক্ষুব্ধদের বৈঠক ।

আরম্ভ ওয়েব ডেস্ক
বিজেপির অন্দরে কোন্দল। শান্তনুর নেতৃত্বে বিক্ষুব্ধদের বৈঠক ।

বনগাঁর বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের নেতূত্বে বৈঠক হল কলকাতা পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসে । বৈঠকে হাজির ছিলেন সায়ন্তন বসু, জয়প্রকাশ মজুমদার, রীতেশ তিওয়ারি, তুষার মুখোপাধ্যায়, দেবাশিস মিত্র, সুব্রত ঠাকুর এবং অশোক কীর্তনীয়াও সহ বহু নেতা।

বৈঠক শেষে শান্তনু সাংবাদিকদের জানিয়েছেন, তাঁরা বিকল্প রাজ্য কমিটি গড়বেন । এখনকার কমিটিতে দলের গুরুত্বপূর্ণ নেতাদের জায়গা দেওয়া হয় নি। একসময় যাঁরা বিজেপির সংগঠন গড়েছেন তাঁরাই বাদ পড়ে গেলেন আর গুরুত্ব পেলেন এমন কিছু নেতা যাঁদের সাংগঠনিক পরিচয় অত্যন্ত সীমাবদ্ধ ।

উল্লেখ করা জরুরি, বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতূত্বে নতুন কমিটি ঘোষণার পর থেকেই দলে কোন্দল শুরু হয়ে যায়। বিজেপি-র মতো ‘শৃঙ্খলাবদ্ধ’ দলে এটা বেনজির বলেই মনে করেন গেরুয়া শিবিরের একাংশ। তাঁরা বলেছেন, দলে রদবদ‌ল অতীতেও হয়েছে। কিন্তু এই ভাবে রাজ্য স্তরের নেতারা প্রকাশ্যে ক্ষোভ দেখাননি। প্রথমেই দলের একাধিক হোয়াটস্অ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে যান সায়ন্তন। এর পর তা সংক্রমণ রোগের মতো ছোঁয়াচে হয়ে ওঠে।

ইতিমধ্যে হোয়াটস্অ্যাপ গ্রুপ ছেড়েছেন পাঁচ মতুয়া বিধায়ক। পরে যোগ দেন শান্তনু, খড়্গপুর সদরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, যুব মোর্চার রাজ্য সহ-সভাপতি শঙ্কুদেব পণ্ডা এবং বাঁকুড়ার পাঁচ বিধায়ক। শনিবারের বৈঠকে শঙ্কুদেব ও রাজকমল উপস্থিত ছিলেন না। তাঁদের অনুপস্থিতির কারণ জানা যায় নি। আরেকটি কথা এদিনই বীরভূমের সমস্ত হোয়াটস্অ্যাপ গ্রুপ বাতিল করেছে জেলা কমিটি । অন্যান্য জেলায়ও এরকম হতে পারে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!