Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ১২, ২০২৪

ছাত্রীদের পাশে রাজ্য কন্যাশ্রী প্রকল্পে রেকর্ড অর্থ প্রদান পূর্ব বর্ধমানে

আরম্ভ ওয়েব ডেস্ক
ছাত্রীদের পাশে রাজ্য কন্যাশ্রী প্রকল্পে রেকর্ড অর্থ প্রদান পূর্ব বর্ধমানে

মেয়েদের সুশিক্ষিত, স্বশিক্ষিত ও স্বনির্ভর হওয়ার লক্ষ্যে চালু কন্যাশ্রী প্রকল্পের সাফল্য তুঙ্গে পূর্ব বর্ধমান জেলায়। ২০১৩ সাল থেকে চালু হওয়া এই প্রকল্পে এই জেলায় এ পর্যন্ত ৬৮৬ কোটি ৯৮ লক্ষ ৮৬ হাজার টাকা খরচ করেছে রাজ্য সরকার। দুটি ভাগে বিভক্ত এই প্রকল্পে কন্যাশ্রী ১ পর্যায়ে উপকৃত হয়েছে ১৫ লক্ষ ৩৩ হাজার ৩৯৬ জন। তাদের অ্যাকাউন্টে মোট ১২৩ কোটি ৯৪ লক্ষ ১১ হাজার টাকা দিয়েছে রাজ্য। আর কন্যাশ্রী ২ পর্যায়ে ২ লক্ষ ৩০ হাজার ৭৮২ জনকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। তাদেরকে দেওয়া হয়েছে মোট ৫৬৩ কোটি ৪ লক্ষ ৭৫ হাজার টাকা। এই পরিসংখ্যানকে সামনে রেখে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বললেন, ‘মুখ্যমন্ত্রী যে রাজ্যের কন্যারত্নদের ভাবেন, মেয়েদের শিক্ষা, উন্নতির চিন্তা করেন, তার প্রমাণ হল এই তথ্য। কন্যাশ্রীর টাকায় মেয়েদের লেখাপড়ার খরচ জুটে যাচ্ছে।’ এই প্রসঙ্গে মন্ত্রী ‘সবুজ সাথী’র উল্লেখ করেন। বলেন, ‘এখনতো আর হেঁটে স্কুল যেতে হয় না। মমতা ব্যানার্জি বিনা পয়সায় সাইকেল দিচ্ছেন।’
উচ্চশিক্ষার জন্য রাজ্য সরকার চালু করেছে স্টুডেন্টস ক্রেডিট কার্ড। এতে উচ্চশিক্ষার জন্য সহজ শর্তে ঋণ মেলে। তবে এই কার্ডের সুবিধা পাওয়ার জন্য আবেদন করার পরও সুবিধা না মেলার অভিযোগ উঠছে। প্রশাসন সূত্রের খবর, সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলির অসহযোগিতার জন্য এই পরিস্থিতি। বিষয়টি নিয়ে আগেও ব্যাঙ্কগুলির সঙ্গে বৈঠক হয়েছে। ফের বসে জটিলতা কাটানোর চেষ্টা হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!