Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ৫, ২০২৩

ইডির বিরুদ্ধে আদালতে নালিশ নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত মানিকের

আরম্ভ ওয়েব ডেস্ক
ইডির বিরুদ্ধে আদালতে নালিশ নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত মানিকের

ইডি তাঁর পৈতে, আংটি , মাদুলি, গলার চেন নিয়ে গেছে। বার বার বলার পরেও তা ফেরত দিচ্ছে না। আমায় আমার এই জিনিসগুলো ফেরত দেওয়া হোক। মঙ্গলবার আদালতে দাঁড়িয়ে নিজের জিনিস ইডির কাছে ফেরত চাইলেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। তাঁর দাবি, গ্রেফতারির সময় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি, তাঁর এই জিনিসগুলো নিয়ে নিয়েছিল। তৃণমূল বিধায়ক জানান, অনেক বারই তিনি ইডির কাছে তাঁর এই সমস্ত জিনিস ফেরত চেয়েছেন। ইডির আধিকারিকেরা বিষয়টি জানেন। কিন্তু তিনি এখনও কিছুই ফেরত পাননি। আদালতের মাধ্যমে এ বার ইডির কাছে তিনি তাঁর জিনিস ফেরত চাইলেন।

মানিক ভট্টাচার্যের মুখে এই কথা শুনে বিচারক প্রশ্ন করেন, তা হলে এত দিন পর কেন মানিকের সে কথা মনে পড়ল? জবাবে মানিক বলেন, “আমি ওঁদের অনেক বার বলেছি। মিথিলেশ মিশ্র, বিজয় কুমার, যাঁরা এই মামলার তদন্তকারী অফিসার, তাঁরা এটা জানেন। ওরা গ্রেফতারির দিন ওই জিনিসগুলি নিয়ে আলমারিতে রেখে দিয়েছিলেন। তার পর প্রায় ১০ বার ফেরত চাওয়ার পরেও দেননি।”

এদিন বিচারপতি এই সংক্রান্ত বিষয়ে সঠিক ভাবে আবেদন করতে বলেছেন মানিক ভট্টাচার্যকে, বিচারপতির এই কথা শুনে পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক বলেন, তিনি পাবলিক প্রসিকিউটর-কে সব কিছু বলেছেন। বিচারক তখন বলেন, “তা হলে আমাকে আবার বলছেন কেন? নির্দিষ্ট ফোরামে জানান।”  মানিক পরে আদালত চত্বরে অভিযোগ করে বলেন, ওই সব জিনিস বাজেয়াপ্ত করার তালিকা অর্থাৎ সিজার লিস্টে দেখানো হয়নি। একটি ক্লিয়ার ফাইলে আংটি, গলার চেন-সহ ছ’-সাতটি জিনিস আলমারিতে রাখা হয়েছ্লি। তাঁকে এই সংক্রান্ত কোনও নথিও দেওয়া হয়নি ইডির তরফে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!