Advertisement
  • স্মৃ | তি | প | ট
  • মার্চ ৩, ২০২৩

৮২ তে থামল ‘পাণ্ডব গোয়েন্দা’র স্রষ্টার কলম

আরম্ভ ওয়েব ডেস্ক
৮২ তে থামল  ‘পাণ্ডব গোয়েন্দা’র স্রষ্টার কলম

না ফেরার দেশে ‘পাণ্ডব গোয়েন্দা’-র স্রষ্টা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। শুক্রবার সকাল ১১ টা ২০ মিনিটে ৮২ বছর বয়সে মৃত্যু হয় বাঙালির অন্যতম প্রিয় শিশু সাহিত্যিকের।

পরিবার সূত্রে জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন ষষ্ঠীপদ । রবিবার তাঁর হঠাৎ স্ট্রোক ধরা পড়লে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাত্রি থেকে আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। চিকিৎসকদের ক্রমাগত প্রচেষ্টা সত্ত্বেও রক্ষা করা যায়নি তাঁকে। এর আগের মাসে অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। উপযুক্ত চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেছিলেন। ফেব্রুয়ারিতে তৃতীয় বার স্ট্রোক হওয়ার পর আর বাঁচানো গেলনা তাঁকে। তাঁর মৃত্যুতে শোকাহত সাহিত্যিক মহল।

হাওড়ার রামরাজাতলার কাছে খুরুটে ১৯৪১ সালে জন্ম। ছোটো থেকেই লেখালেখির শখ। ১৯৬১ সাল থেকে আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয় কলামে লেখালেখি করেছেন তিনি। । ১৯৭০ সালে শুকতারা পত্রিকায় পাণ্ডব গোয়েন্দার প্রথম গল্প প্রকাশিত হয়। তারপর আনন্দমেলা পূজা সংখ্যাতেও বেরোয় তাঁর রহস্য গল্প। জনপ্রিয়তা বাড়তে থাকায় পঞ্চপাণ্ডবের একের পর এক রোমহর্ষক কাহিনি ও উপন্যাস ছাপা হতে থাকে পত্রিকায়। প্রকাশিত হয় একের পর এক গ্রন্থ। পাণ্ডব গোয়েন্দা ছাড়াও তাঁর অন্যান্য সুপরিচিত গ্রন্থগুলো হল –‘চতুর্থ তদন্ত’, ‘সোনার গণপতি হীরের চোখ’, ‘কাকাহিগড় অভিযান’, ‘সেরা রহস্য পঁচিশ’, ‘সেরা গোয়েন্দা পঁচিশ’, ‘রহস্য রজনীগন্ধার’, ‘দেবদাসী তীর্থ’, ‘কিংবদন্তীর বিক্রমাদিত্য’, ‘পুণ্যতীর্থে ভ্রমণ’, ‘কেদারনাথ’, ‘হিমালয়ের নয় দেবী’।

বাংলার গোয়েন্দা ও অ্যাডভেঞ্চারধর্মী সাহিত্যে ফেলুদা, কিরীটি, ব্যোমকেশ ও কাকাবাবুর পাশাপাশি সমান জনপ্রিয় পাণ্ডব গোয়েন্দারা। বাবলু, বাচ্চু , বিলু, ভোম্বল, বিচ্চু এবং পঞ্চু-র একের পর এক রহস্য সমাধানে দুঃসাহসিক রোমাঞ্চকর অভিজ্ঞতা কিশোর মনকে শিহরিত করে। তাঁর রচিত গোয়েন্দা গল্পের আকর্ষণ এমনই, সিনেমা সিরিয়ালের পরিচালক-প্রযোজকরা বাধ্য হয়েছেন তাঁকে চিত্রনাট্যের রূপ দিতে। তাঁর সৃষ্ট পঞ্চু নামক সারমেয় চরিত্রটি নিজের বুদ্ধিমত্তা ও দ্রুততার গুণে পাঠকদের কাছে অন্য আকর্ষণের জায়গা করে নিয়েছে। কয়েক বছর আগেই বাংলার প্রথম সারির একটি চ্যানেল তাঁর লেখা পাণ্ডব গোয়েন্দাকে নিয়ে সিরিয়াল সম্প্রচার করেছিল। এছাড়াও, ‘গোয়েন্দা তাতার’-কে নিয়ে বছর তিনেক আগে একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন পরিচালক শ্রীকান্ত গোলুই।

 তাঁর লেখনীর ভক্তসংখ্যা লক্ষাধিক। সাহিত্যিকের প্রয়াণের খবরে শোকস্তব্ধ সেই সব ভক্ত ও অনুরাগীরা।সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন অনেকে। সমবেদনা জানিয়েছেন লেখকের পরিবারের সদস্যদের প্রতি। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়কে ২০১৭ সালে শিশুসাহিত্যে অবদানের জন্য স্বীকৃতি দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। বাংলা আকাদেমি সম্মানে ভূষিত করা হয়েছিল তাঁকে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!