- দে । শ প্রচ্ছদ রচনা
- মে ২৭, ২০২৪
শক্তি হারাল দামাল রেমাল। দিনভর বৃষ্টি বঙ্গে জানাল হাওয়া দফতর।জলমগ্ন কলকাতা, বাড়ি ভেঙে নিহত এক

রবিবার রাত ১২টা নাগাদ ল্যান্ডফল প্রক্রিয়া শেষ করার পর ক্রমশ শক্তি হারিয়েছে রেমাল। অতিপ্রবল ঘূর্ণিঝড় থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঝড়ের বেগ কমে গেলেও রেমালের প্রভাবে আজ দিনভর বৃষ্টি হবে। রেমালের দাপটে বেসামাল শহর কলকাতা। রবিবার রাতে বৃষ্টির দাপটে বাড়ি ভেঙে ১০ নম্বর বিবির বাগান এলাকায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রবিবার গভীর রাত থেকে আবহাওয়া যেরকম অশান্ত ছিল, এদিন সকাল থেকে তুলনামূলকভাবে অনেকটাই কম। শক্তি হারিয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে রেমাল ক্রমশ বাংলাদেশ ও সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। স্থলভাগে আছড়ে পড়ার সময় ঝড়ের গতিবেগ ছিল ১১০ থেকে ১২০ কিমি। আবহাওয়া দফতর জানিয়েছে, এই ঘূর্ণিঝড় উত্তর ও উত্তর–পূর্ব দিকে অগ্রসর হবে এবং পরবর্তী সময়ে উত্তর–পূর্ব দিকে এগিয়ে যাবে এবং ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। ইতিমধ্যেই বাংলাদেশের মধ্যে দিয়ে উত্তর–পূর্ব ভারতের দিকে অগ্রসর হয়েছে।
দক্ষিণবঙ্গ কাঁপিয়ে রেমাল সকাল থেকেই উত্তরবঙ্গের জেলাগুলির ওপর প্রভাব ফেলতে শুরু করেছে। এছাড়াও প্রভাব ফেলেছে আসাম, মেঘালয়, ত্রিপুরার মতো উত্তর–পূর্ব ভারতের রাজ্যগুলিতেও। আবহাওয়া দফতর জানিয়েছে, এই ঘূর্ণিঝড় দুপুরের আগে গভীর নিম্নচাপ এবং বিকেলে নিম্নচাপে পরিণত হবে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের বেগ ঘন্টায় ১০০ কিমি থাকলেও তা ধীরে ধীরে হ্রাস পাবে এবং এদিন দুপুর নাগাদ তা ঘন্টায় সর্বোচ্চ ৭০ কিমিতে কমে আসবে।
রেমালের তান্ডবে কলকাতায় বেশ কয়েকটা বাড়ি ভেঙে পড়েছে। একাধিক জায়গায় গাছ উপড়ে পড়েছে। শহরের একাধিক এলাকা জলমগ্ন। একাধিক রাস্তায় হাঁটু সমান জল। সকাল পর্যন্ত ঝড়বৃষ্টির দাপট শহরে মোট ৫২টি গাছ ভেঙে পড়েছে। একাধিক রাস্তা বন্ধ হয়ে গেছে। রেল লাইনের ওপর একাধিক জায়গায় জল জমার কারণে শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন চলাচল বন্ধ রয়েছে। একাধিক স্টেশনে আটকে রয়েছে ট্রেন। কলকাতার একাধিক মেট্রো স্টেশনেও জমেছে জল। প্রায় চার ঘন্টা বন্ধ থাকার পর অবশেষে চালু হয়েছে পাতালরেল পরিষেবা। কলকাতা বিমানবন্দর থেকে উড়ান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে । দুর্যোগ আরও বাড়বে বলে আশঙ্কা করা হয়েছে। আজও কলকাতা এবং উত্তর ২৪ পরগনা জেলায় লাল সতর্কতা জারি থাকবে।
❤ Support Us