- এই মুহূর্তে দে । শ
- মে ৮, ২০২৪
রবি স্মরণে বাংলায় টুইট মোদির, সংকীর্ণতার বিরুদ্ধে লড়াইয়ের বার্তা মমতার

আজ ২৫ শে বৈশাখ , বাঙালির প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মদিবস। বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে দলে দলে রবীন্দ্র প্রেমীরা ছুটে গেছেন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে, রবীন্দ্র সদন চত্বরে, কিংবা পাড়ার মোড়ের মাথায় কবিগুরুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করতে। শ্রদ্ধা , ভালোলাগায় মেতেছে তারা ।’রবিপুজা’-র দিনে বহুদিন পর প্রকৃতিও অনেক শীতল।
কবিগুরুর জন্মস্থান জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে সকাল থেকে চলছে না না অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে স্মরণ। তাঁর সাধের বিশ্বভারতীতে প্রথা মেনে ভোর সাড়ে পাঁচটায় বৈতালিক অনুষ্ঠান হয় ‘গৌর প্রাঙ্গণ’-এ। সকাল সাড়ে ৬টায় রবীন্দ্রভবনে কবির কণ্ঠে শোনানো হয় গান। সকাল ৭টায় উপাসনার পর সকাল পৌনে ৯টায় মাধবী বিতানে কবির জন্মোৎসব পালিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য-সহ ছাত্র, ছাত্রী, অধ্যাপক প্রমুখ।
গুরুদেব টেগোরের জন্মজয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ। তাঁর সহিষ্ণু প্রজ্ঞা ও প্রতিভা প্রজন্মের পর প্রজন্ম ধরে অসংখ্য মানুষকে প্রাণিত ও আলোকিত করতে থাকবে । pic.twitter.com/9v8QLUksWz
— Narendra Modi (@narendramodi) May 8, 2024
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে তাঁকে জানাই আমাদের অন্তরের শ্রদ্ধা ও প্রণাম।
দেশ, কালের গন্ডি পেরিয়ে আজও আমাদের আনন্দ-বেদনায়, আশা-নিরাশায়, সংকট-সাফল্যে, উৎসব-পার্বণে তিনিই পরম আশ্রয় – আত্মার আত্মীয়।
প্রার্থনা করি, মনুষ্যত্বের যে শিক্ষা তিনি দিয়ে গিয়েছেন তাকে…
— Mamata Banerjee (@MamataOfficial) May 8, 2024
থেমে নেই রাজনৈতিক ব্যক্তিত্বরা । সকালবেলায় টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বাংলায় লিখেছেন ‘রবীন্দ্রনাথের সহিষ্ণু প্রজ্ঞা এবং প্রতিভা প্রজন্মের পর প্রজন্ম ধরে অসংখ্য মানুষকে অনুপ্রাণিত এবং আলোকিত করতে থাকবে।’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন,’প্রার্থনা করি, মনুষ্যত্বের যে শিক্ষা তিনি দিয়ে গিয়েছেন তাকে পাথেয় করে এভাবেই যেন মাথা উঁচু করে অন্যায়ের বিরুদ্ধে, অসহিষ্ণুতার বিরুদ্ধে, সংকীর্ণতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারি।
করিগুরুর জন্মদিন উপলক্ষ্যে আজ বিকেল ৫টা থেকে ক্যাথিড্রাল রোড মঞ্চ(রবীন্দ্র সদন সংলগ্ন), আগামী ৯মে থেকে ২৩মে রবীন্দ্র সদন, একতারা মুক্তমঞ্চ, বাংলা একাডেমী সভাঘরে বিকেল ৫টা থেকে চলবে গানে গানে রবীন্দ্র স্মরণ। এছাড়া গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় ৮মে থেকে ২৩মে, বিকেল ৪টে থেক ৯টা পর্যন্ত চলবে প্রদর্শনী ‘স্মৃতিকথায় রবিকথা।’
❤ Support Us