- এই মুহূর্তে দে । শ
- মে ১৭, ২০২৩
প্রায়ত বাবরি মসজিদ অ্যাকশন কমিটির আহ্বায়ক, বিশিষ্ট আইনজীবী জাফারইয়াব জিলানি

বুধবার জীবনাবসান হল প্রবীণ আইনজীবী তথা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য জাফারইয়াব জিলানির। লখনউয়ের বাসিন্দা জাফারইয়াব জিলানি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। সম্প্রতি মাথায় আঘাত পেয়েছিলেন তিনি। বিশিষ্ট আইনজীবী জাফারইয়াব জিলানির স্ত্রী ছাড়াও দুই পুত্র ও এক কন্যা বর্তমান। মৃত্যুকালে জাফারইয়াব জিলানির বয়স হয়েছিল ৭৪ বছর।
জাফারইয়াব জিলানি ছিলেন আদ্যন্ত একজন লড়াকু মানুষ। বাবরি মসজিদ অ্যাকশন কমিটির আহ্বায়ক ছিলেন তিনি। ১৯৮৬ সালে বাবরি মসজিদ অ্যাকশন কমিটি গঠিত হয়। এই কমিটি সেইসময়ে উত্তরোত্তর শাখাপ্রশাখা মেলা হিন্দুত্ববাদী আন্দোলনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। এসত্ত্বেও ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙে হিন্দুত্ববাদীরা। সেইসময়ে উত্তরপ্রদেশের বিজেপি সরকার এবং কংগ্রেসশাসিত কেন্দ্রীয় সরকার বিষয়টি নিয়ে নীরবতা বজায় রেখেছিল।
বিশিষ্ট আইনজীবী জাফারইয়াব গিলানি রামজন্মভূমি মামলায় সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন। এছাড়া তিনি কাজ করেছেন উত্তরপ্রদেশের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল হিসেবে।
এদিন জাফারইয়াব জিলানির মৃত্যুর খবর জানিয়েছেন তাঁর পুত্র নাজাম জাফারইয়াব। তিনি জানিয়েছেন, এদিন বেলা এগারোটা পঞ্চাশ নাগাদ লখনউয়ের স্থানীয় হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। এদিন বিকেলে লখনউয়ের কবরস্থানে জাফারইয়াব জিলানিকে কবরস্থ করা হবে।
বাবরি মসজিদ মামলায় একজন আইনজীবী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন জাফারইযাব জিলানি। বিভিন্ন আদালতে বাবরি মসজিদ মামলা লড়েছেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ অসংখ্য অনুগামী।
নানা ধরনের সমাজসেবামূলক কাজেও আজীবন যুক্ত থেকেছেন জাফারইয়াব জিলানি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্পাদক হিসেবে দায়িত্ব সামলেছেন শিক্ষানুরাগী এই মানুষটি।
১৯৪৫ সালের ১১ জানুয়ারি জন্ম জাফারইয়াব জিলানির। ২০২১ সালে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকেই অসুস্থ ছিলেন তিনি।
❤ Support Us