- ন | ন্দ | ন | চ | ত্ব | র স্মৃ | তি | প | ট
- ফেব্রুয়ারি ৭, ২০২৪
প্রয়াত ভাষা দরদি ছড়াকার ভবানীপ্রসাদ
তাঁর লেখায় বারবার উঠে এসেছে সামাজিক স্যাটায়ার । ‘জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না’, সহজ ভাষায় ভবানীপ্রসাদ মজুমদারের উন্নাসিকদের প্রতি এই কটাক্ষ গভীর ভাবে স্পর্শ করেছিল বাঙালি মননকে । প্রায় ২০ হাজারেরও বেশি ছড়া লিখেছেন তিনি । নিজের লেখায় করেছেন নানান পরীক্ষা-নিরীক্ষা । মজার ছড়া, সোনালি ছড়া, ‘কলকাতা তোর খোল খাতা’, ‘হাওড়া-ভরা হরেক ছড়া’, ‘ডাইনোছড়া’র মতো বহু বই লিখেছেন। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে বুধবার ভোরে মৃত্যু হল তাঁর । বয়স হয়েছিল ৭৪ বছর ।
কবি ভবানীপ্রসাদ মজুমদারের জন্ম ১৯৫০ সালের ৯ এপ্রিল, হাওড়া জেলার দক্ষিণ শানপুর গ্রামে । কর্মজীবনে শিক্ষকতার পাশাপাশি ছোটো এবং বড়দের জন্য ছড়া লিখতেন । বহু ছড়া ও কবিতা জনপ্রিয়তা লাভ করে । তাঁকে অনেকেই সুকুমার রায়ের উত্তরসূরি বলে মনে করতেন । তাঁর হাতে সুকুমার রায় শতবার্ষিকী পুরস্কার তুলে দিয়েছিলেন সত্যজিৎ রায় । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে সম্মানিত করেছিলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী পুরস্কারে ।
কয়েক বছর ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন ভবানীপ্রসাদ । সোমবার হাসপাতালে ভর্তির পর বুধবার ভোরে প্রয়াত হন তিনি । তাঁর স্ত্রী ও দুই মেয়ে বর্তমান ।কবির মৃত্যুতে শোকের ছায়া সাংস্কৃতিক জগতে
❤ Support Us