Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ২, ২০২৪

অযোধ্যায় চূড়ান্ত যোগীরাজের কীর্তি। কর্ণাটকের ভাস্করের মূর্তিই শোভা পাবে রাম মন্দিরে

আরম্ভ ওয়েব ডেস্ক
অযোধ্যায় চূড়ান্ত যোগীরাজের কীর্তি। কর্ণাটকের ভাস্করের মূর্তিই শোভা পাবে রাম মন্দিরে

অযোধ্যার  নব নির্মত রাম মন্দিরে কোন রাম লালার মূর্তিটি শোভা পাবে তা চূড়ান্ত করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেছেন, এটির নির্মাণ করেছেন ভাস্কর অরুণ যোগীরাজ নির্মাণ করেছেন। মন্দির নির্মাণের তত্ত্বাবধানকারী শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে এই বিষয়টি এখন শুধুমাত্র একটি আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়।

“হনুমান যেখানে আছেন, রাম সেখানে আছেন” শিরোনামে প্রহ্লাদ জোশী তাঁর এক্স-হ্যান্ডেলে উল্লেখ করে লিখেছেন, রামলালার  যে মূর্তিটি মন্দিরের জন্য নির্বাচিত হয়েছে, সেই মূর্তিটি খোদাই করেছেন কর্ণাটকের একজন ভাস্কর।মূর্তিটিতে “হনুমানের দেশ”, ভগবান রাম এবং ভগবান হনুমানের মধ্যে সম্পর্ক স্থাপন করে ফুটিয়ে তোলা হয়েছে।

হিন্দু পুরাণ অনুসারে ধারণা করা হয় হনুমানের জন্মস্থান বর্তমান কর্ণাটকে। বাল্মীকির রামায়ণেও উল্লেখ আছে, হনুমান সীতাকে বলেছিলেন যে তিনি গোকর্ণে জন্মগ্রহণ করেছিলেন, জায়গাটি এখন উত্তর কন্নড় জেলায় অবস্থিত। জনশ্রুতি এবং লোক-বিশ্বাস অঞ্জনাদ্রি পর্বত আসলে তুঙ্গভদ্রা নদীর বাম তীরেs একটি পাহাড় যা হাম্পির কাছাকাছি। এটাই হনুমানের জন্মস্থান।

কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিজেপি নেতা বিএস ইয়েদুরপ্পা বলেন, অরুণ যোগীরাজের মূর্তি রাম মন্দিরে স্থাপনের জন্য নির্বাচন করা হয়েছে, যা কর্ণাটকের সমগ্র রাম ভক্তদের গর্ব ও আনন্দকে দ্বিগুণ করেছে।

রাম মন্দিরের গর্ভগৃহে একটি ৫১ ইঞ্চি মূর্তি থাকবে যেখানে পাঁচ বছর বয়সী রাম লালাকে চিত্রিত করা হয়েছে। নির্বাচনের মাপকাঠি নিয়ে কথা বলতে গিয়ে, শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের সেক্রেটারি চম্পত রাই সংবাদ মাধ্যমকে বলেন, “যাঁর সূষ্টি ঐশ্বরিক চেহারা মনে হবে, যাঁর মধ্যে রাম লালাকে আলাদা করে উপলব্ধি করা যাবে, তাঁকেই নির্বাচিত করা হবে।”

আগামী ২২ জানুয়ারী শুদ্ধাচার অনুষ্ঠানের মাধ্যমে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে, যেখানে উপস্থিত থাকবেন স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কর্ণাটকের ভাস্কর অরুণ যোগীরাজের পরিবার এই খবরে খুশি যে তাঁর মূর্তিটি অযোধ্যা মন্দিরে স্থাপনের জন্য নির্বাচিত হয়েছে। ভাস্করের স্ত্রী বিজেতা যোগীরাজ সংবাদ মাধ্যমকে বলেন, “আমরা রোমাঞ্চিত ও উত্তেজিত। আমরা অনুভব করছি যে আমাদের ইচ্ছা পূরণ হয়েছে। এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ঘটনা।”

যদিও রাম মন্দির ট্রাস্টের সদস্যরা রামলালা মূর্তির চূড়ান্ত নির্বাচন প্রসঙ্গে সরকারি ভাবে কিছু জানায়নি। ট্রাস্টের এক সদস্য বলেছেন যে চম্পত রাই আনুষ্ঠানিক ঘোষণা না করা পর্যন্ত এখনও “সবকিছুই অনুমান”।সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, মন্দির ট্রাস্টের সেক্রেটারি চম্পত রাই কোন মূর্তি রামমন্দিরের জন্য নির্বাচন করা হয়েছে তা ঘোষণা করতে একটি সাংবাদিক সম্মেলন করবেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!