শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
২৬ জানুয়ারি। প্রজাতন্ত্র দিবসে, জাতীয় সঙ্গীতে গলা মেলাল উত্তর পঞ্চান্ন গ্রামের গুলসন কলোনিতে পাঁচ শতাধিক পড়ুয়া । মহাসমারোহে হাজির ছিলেন কাউন্সিলর সুশান্ত কুমার ঘোষ আর বহু গুনীজন । সংহতি আর দেশপ্রেমের এ এক উজ্জ্বল, প্রাণোচ্ছ্বল ছবি ।
জনপ্রতিনিধির কর্মোদ্যোগ যখন জনসেবার অভিমুখ হয়ে ওঠে, তখনই কণ্ঠে কণ্ঠ রেখে সমষ্টি গেয়ে ওঠে, কদম কদম বাড়ায়ে যা…
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34