Advertisement
  • এই মুহূর্তে
  • মার্চ ৮, ২০২২

মন্ত্রিসভায় রদবদল? পুর ও নগরোন্নয়নের দায়িত্বও ফিরহাদকে। অর্থ দফতরের ‘স্বাধীন’ মন্ত্রী চন্দ্রিমা ।

আরম্ভ ওয়েব ডেস্ক
মন্ত্রিসভায় রদবদল? পুর ও নগরোন্নয়নের দায়িত্বও ফিরহাদকে। অর্থ দফতরের ‘স্বাধীন’ মন্ত্রী চন্দ্রিমা ।

আজ নজরুল মঞ্চে তৃণমূলের রাজ্যস্তরের বৈঠকে বসছে । জানা গেছে, এই বৈঠকের আগেই কয়েকটি গুরুত্বপূর্ণ দফতরে রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ফিরহাদ হাকিম দলের অন্যতম বড়ো নেতা। অনেক কাজ করতে হয় তাঁকে । কলকাতার মেয়র । দ্বিতীয়ত, পরিবহণ দফতরের দায়িত্বও সামলাতে হয়। এবার তাঁর কাজের পরিধি আরও বাড়ল । পরিবহণ দফতর ছাড়াও পুর ও নগরোন্নয়ন দফতরের ভারও তাঁকে দেওয়া হল । অর্থ দফতরের স্বাধীন দায়িত্ব পেলেন চন্দ্রিমা ভট্টাচার্য । উজ্জ্বল মহিলা। বাকপটু । দলের প্রতি আনুগত্য প্রশ্নহীন।

তৃণমূল ইতিমধ্যে জাতীয় স্তরে সাংগঠনিক রদবদল কাজ সেরে ফেলেছ । তৈরি করেছে নতুন ওয়ার্কিং কমিটি। রাজ্য স্তরেও বেশ কিছু রদবদলের সম্ভাবনা রয়েছে । ছাত্র সংগঠন, বেশ কয়েকটি জেলার সভাপতি পদেও পরিবর্তন হতে পারে । পর পর পুরনিগম, পুরসভা ভোটের আগে পরে যেভাবে দলের ভেতর থেকে শূঙ্খলাহীন প্রশ্ন জেগে উঠছিল, তা নিরসনে তৃণমূলের শীর্ষ নেতূত্ব বেশ কিছু সাংগঠনিক পদক্ষেপ নিতে পারে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!