Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • সেপ্টেম্বর ১১, ২০২৩

মন্ত্রিসভায় রদবদল। ইন্দ্রনীলের হাতে পর্যটন দফতর, গুরুত্ব বাড়লো জ্যোতিপ্রিয়, প্রদীপের

আরম্ভ ওয়েব ডেস্ক
মন্ত্রিসভায় রদবদল। ইন্দ্রনীলের হাতে পর্যটন দফতর, গুরুত্ব বাড়লো জ্যোতিপ্রিয়, প্রদীপের

তৃণমূল মন্ত্রিসভায় কিছু রদবদল হল। এর ফলে বাবুল সুপ্রিয়র হাত থেকে পর্যটন এলো ইন্দ্রনীল সেনের হাতে, এই দফতরটা আগে তাঁরই ছিল। মন্ত্রিসভায় গুরুত্ব বাড়ল জ্যোতিপ্রিয় মল্লিক ও প্রদীপ মজুমদারের। মমতা বন্দ্যোপাধ্যায় স্পেন ও দুবাই সফরে যাওয়ার আগে মন্ত্রিসভায় যে দফতর রদবদল হবে তা মোটামুটি জানাই ছিল। মঙ্গলবার মুখ্যমন্ত্রী বিদেশ রওনা হওয়ার আগে সোমবার সেই রদবদল সম্পূর্ণ করলেন। দুটি  বিষয় এই রদবদলে স্পষ্ট হয়ে গেল, প্রথমত বাবুল সুপ্রিয়র দায়িত্ব মুখ্যমন্ত্রী কিছুটা কমিয়ে দিলেন। পাশাপাশিই, গুরুত্ব বাড়ল বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। আবার বাবুল সুপ্রিয়র হাত থেকে পর্যটন নিয়ে তা দেওয়া হল ইন্দ্রনীল সেনকে। অতীতে ইন্দ্রনীল সেনই পর্যটন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতি মন্ত্রী ছিলেন। বনের পাশাপাশি জ্যোতিপ্রিয়কে দেওয়া হল অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প পুনর্গঠন দফতর। জানাই ছিল বাবুলের হাত থেকে ইন্দ্রনীলের হাতে আবার ফিরে আস্তে চলেছে পর্যটন দফতর, সেটাই হল।

এদিকে পর্যটন হাত ছাড়া হলেও বাবুলের হাতে তথ্যপ্রযুক্তি এবং বৈদ্যুতিন দফতর আগেই যেমন ছিল সেটা থাকছেই, এ বার পর্যটনের পরিবর্তে বাবুল পেলেন অচিরাচরিত শক্তি দফতর। অন্য দিকে ইন্দ্রনীল ছিলেন তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী। এ বার অতীতের মতো তিনি পেলেন পর্যটন দফতরের স্বাধীন দায়িত্ব। প্রদীপ মজুমদারের হাতে পঞ্চায়েত দফতর ছিলই। মন্ত্রিসভায় প্রদীপের গুরুত্ব বাড়িয়ে দেওয়া হল সমবায় দফতরের বাড়তি দায়িত্ব। কিছুটা কমে গেল মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়ের গুরুত্ব। তাঁকে সমবায় থেকে সরিয়ে দেওয়া হয়েছে খাদ্যপ্রক্রিয়াকরণ দফতর।

তবে দফতর রদবদল নিয়ে যে খবর পাওয়া গেছে তাতে এবার দফতরবিহীন হয়ে থাকার সম্ভাবনা থাকল উত্তর দিনাজপুরের বিধায়ক গোলাম রব্বানির। এত দিন তিনি সামলাতেন খাদ্য প্রক্রিয়াকরণ দফতর। সেই দফতর এবার গেল অরূপ রায়ের হাতে। তাই গোলাম রব্বানির হাতে কোনও দফতর আর রইল না। নবান্ন থেকে এই মন্ত্রিসভা রদবদলের খবর সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী জানান এবং রদবদলের পূর্ণাঙ্গ তালিকা নবান্ন থেকে সাংবাদিকদের দেওয়া হয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!