Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ২৮, ২০২৪

ফাঁদে ফেলে কালনায় লক্ষ-লক্ষ টাকা তছরুপে গ্রেপ্তার

আরম্ভ ওয়েব ডেস্ক
ফাঁদে ফেলে কালনায় লক্ষ-লক্ষ টাকা তছরুপে গ্রেপ্তার

ভুঁইফোড় শেয়ার সংস্থার অনলাইন অ্যাপের মাধ্যমে বহু মানুষের কয়েক লক্ষ টাকা আত্মসাৎ। এই অভিযোগে গ্রেপ্তার আশুরঞ্জন শিকদার নামে কালনার ধর্মডাঙার এক বাসিন্দা। ধৃতকে কালনা আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। আদালত চত্বরে অভিযুক্তকে দেখে লোকজন ‘চোর—চোর’ বলে শ্লোগান দিতে থাকে।
খবরাখবর নিয়ে জানা গেল, ২০২৩ সালের মাঝামাঝি সময় থেকে কালনার বিভিন্ন গ্রামের খেটেখাওয়া ও নিম্ন মধ্যবিত্ত মানুষজনকে বিনিয়োগ করা টাকার উপর মাসিক ১২ শতাংশ হারে সুদ দেওয়ার টোপ দিয়ে লাখ লাখ টাকা হজমের অভিযোগ ওঠে একটি ভুঁইফোড় শেয়ার সংস্থার কর্তা ও এজেন্টদের বিরুদ্ধে। ধৃত আশুরঞ্জন ওই বিদেশি শেয়ার সংস্থার এজেন্ট হিসেবে এলাকার গরিব ও খেটেখাওয়া মানুষজনকে দিয়ে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করিয়েছে বলে অভিযোগ। মোটা টাকা পাওয়ার লোভে পা দিয়ে কেউ জমিজমা, কেউ নিজের সংসার চালানোর সম্বল টোটো বিক্রি করে টাকা জমা করেন। এদিন আদালতে হাজির কৃষ্ণদেবপুরের বাসিন্দা প্রহ্লাদ মন্ডল বলেন, ‘চিটফান্ডের অ্যাপস খুলে মাসিক ১২ শতাংশের হারে সুদ দেবে বলে প্রথমে আমাদের বিশ্বাস স্থাপন করে। অনলাইন শেয়ার সংস্থায় বিনিয়োগ করা টাকা প্রয়োজনে তুলে নেওয়া যাবে বলে প্রতিশ্রুতিও দেয়। জমি বিক্রি করে প্রায় ৬ লক্ষ টাকা রেখেছিলাম। প্রথম ৩ মাস ঠিকঠাক টাকা পেতাম। তারপর আর কোনও টাকা পাইনি। এই কারণে মানসিক অবসাদে আমি একবার আত্মহত্যাও করতে গিয়েছিলাম।’ মৌসুমী রায় নামে আর এক প্রতারিত বিনিয়োগকারী জানান, ‘আমি ও আমার মা দুজনে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা রেখেছিলাম। পুরোটাই চলে গেছে। আমার স্বামী অতগুলো টাকা হারিয়ে কেমন হয়ে গিয়েছিলেন। কয়েকমাস আগে পথ দুর্ঘটনায় মারা যান।’ কালনা মহকুমা আদালতের আইনজীবী অরিন্দম বাজপেয়ী বলেন, ‘বিদেশি শেয়ার ট্রেডিং কোম্পানির নাম করে বিভিন্ন কায়দায় প্রলোভন দেখিয়ে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সঙ্গে প্রতারণা করা হয়েছে। কালনার ১৩ জন অভিযোগকারীর ৫০ লক্ষ টাকার উপর তছরুপ হয়েছে।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!