- স | হ | জ | পা | ঠ
- জানুয়ারি ১০, ২০২৩
৩৮ বছর পর ঘরে ফিরল নাসার উপগ্রহ

মেয়াদ শেষে, চার দশক পর ভূপৃষ্ঠে অবতরণ করল নাসার কৃত্রিম উপগ্রহ। মহাকাশে থেকে পৃথিবী সম্পর্কিত যাবতীয় তথ্য আহরণের জন্যই পাঠানো হয়েছিল উপগ্রহটিকে।
ভূপৃষ্ঠে প্রত্যাবর্তন করল আর্থ র্যাডিয়েশন বাজেট স্যাটেলাইট বা ইআরবিএস। ৩৮ বছর পর ঘরে ফিরল উপগ্রহটি। ১৯৮৪ সালে স্পেস শাটল চ্যালেঞ্জারের ওপর থেকে উৎক্ষেপন করা হয়েছিল এই কৃত্রিম উপগ্রহটিকে। কক্ষপথে ২১ বছর থেকে, সূর্য থেকে প্রাপ্ত শক্তিকে কিভাবে পৃথিবী শোষণ ও বিকিরিত করে সে সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে এটি। এছাড়াও বায়ুমণ্ডলে ওজোন, জলীয় বাষ্প, নাইট্রোজেন ডাই অক্সাইড এবং এরোসল প্রভৃতি গ্যাসীয় পদার্থের পরিমাণ সম্পর্কে জানতেও কার্যকরী ভূমিকা উপগ্রহটি নিয়েছে বলে জানিয়েছে নাসা। প্রতিরক্ষা দফতরকে জানানো এক তথ্য অনুযায়ী বেরিং ঊপসাগরে অবতরণ করেছে উপগ্রহটি।
নাসার প্রতিবেদন অনুযায়ী, উপগ্রহটি মারফত মানুষের কার্যাবলী পৃথিবীর ওপর কোন ধরণের ক্ষতিকর প্রভাব ফেলছে তাঁর সম্পর্কে জানা সম্ভব হয়েছে। জানা যাচ্ছে যে, ক্লোরোফ্লুরো কার্বনের বিকিরণ নিয়ে সতর্কতা জারি করেছেন নাসার বিজ্ঞানীরা। কারণ ওজোন স্তরে মারাত্মক রকমের ফাটল তৈরি হচ্ছে যার জন্য দায়ী সিএফসি। এর নির্গমণ যদি আটকানো না যায় তাহলে বিশ্ব উষ্ণায়নের ক্ষতিকর প্রভাব থেকে বাচানো যাবে না পৃথিবী বাসীকে।
❤ Support Us