Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ১৩, ২০২৪

আরজিকর মামলায় জামিন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডলের। কারুমুক্তি এখনই নয় মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষের

আরম্ভ ওয়েব ডেস্ক
আরজিকর মামলায় জামিন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডলের। কারুমুক্তি এখনই নয় মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষের

আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের যৌন অত্যাচার এব খুনের মামলা অভিযুক্ত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডলের জামিন মঞ্জুর হল । সময়ে চার্জশিট দিতে না পারায় গ্রেফতার হওয়ার ৯০ দিন পর জামিন পেলেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল ।

শুক্রবার দুজনের জামিন মঞ্জুর কর শিয়ালদহ আদালত । যদিও আরজি করে আর্থিক দুর্নীতির মামলায় এখনো জামিন পাননি সন্দীপ ঘোষ । তাই এখনি তাঁর কারামুক্তি হচ্ছে না । অন্যদিকে টালা থানার প্রাক্তন ওসির বিরুদ্ধে অন্যকোনো অভিযোগ না থাকায়, তিনি জেল থেকে মুক্তি পাবেন । তবে চিকিৎসক হত্যার মামলা যতদিন চলবে, ততদিন প্রয়োজনে তাঁকে হাজিরা দিতে হবে থানায় এবং আদালতে ।

গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালে প্রাণ হারান তরুণী চিকিসৎক । সেই মামলাতেই গ্রেফতার করা হয় অধ্যক্ষ সন্দীপ ঘোষকে । প্রথমে আর্থিক দুর্নীতি, পরে ধর্ষণ-খুনের মামলা । তারপরেই টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেফতার করে সিবিআই । তদন্ত প্রক্রিয়ায় তদন্তকারীদের বিভ্রান্ত করার অভিযোগেই গ্রেফতার হন ওই দুজন ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!