- দে । শ
- জুন ৩০, ২০২৩
ভার্জিন’ রিচার্ডের কেরামতি ! চার যাত্রীকে নিয়ে বাণিজ্যিক মহাকাশযাত্রার সফল ঝটিকা সফর

বাণিজ্যিকভাবে মহাশূন্যে পাড়ি দিয়ে অভূতপূর্ব নজির গড়ল মহাকাশ পর্যটন সংস্থা ভার্জিন গ্যালাকটিক। তিন জন পর্যটককে নিয়ে বৃহস্পতিবার স্পেসপোর্ট আমেরিকা থেকে রওনা দেয় মহাকাশ যানটি। লাইভ স্ট্রিমিং হওয়ার কারণে তা সামাজিক মাধ্যমে সম্প্রচারিত হয়। তাই বহু মানুষ সরাসরি দেখতে পান সমগ্র যাত্রাটি। দর্শকরাও দেখে শিহরিত। অনেকেই এমন দুঃসাহসিক অভিযানের যাত্রীদের প্রশংসা করেছেন।
ভার্জিন গ্যালাকটিকের মালিক রিচার্ড ব্র্যান্সন। দীর্ঘদিন ধরে বাণিজ্যিক মহাকাশযাত্রা নিয়ে কাজ করছেন। সম্প্রতি তাঁর সে কাজ সম্পন্ন হয় এবং তিনি মহাকশযানের টিকিট বিক্রি করা শুরু করেন। সংবাদ সংস্থার খবর, ৮০০ জন ব্যক্তি নতুন এ যানে টিকিট কেনার জন্য আবেদন করেন। মহাকশযানটি যাত্রীদের ভূপৃষ্ঠ থেকে ৮৫ কিমি উঁচুতে নিয়ে গিয়ে ৭২ মিনিটের মধ্যে আবার তাঁর আগের জায়গায় ফিরে আসে।
পর্যটকরা মহাকাশ দর্শন করে খুশি। অনেকেই ভার্জিনের চড়তে পারার অভিজ্ঞতাই দুর্লভ বলে জানিয়েছেন। কারণ , বহুদিন ধরেই টিকিট কেটে বসে আছেন এমন লোকের সংখ্যার আবেদনকারীদের মধ্যে প্রচুর। তাই তাদের মধ্যে জায়গা পাওয়া একটা বিশেষ ব্যাপার । ভার্জিন অবশ্য এখানেই থামবে না আগামী দিনে আরও শক্তিশালী রকেট ২০২৬ সালে আনার পরকল্পনা রয়েছে তাঁদের। সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক জানিয়েছেন, বাণিজ্যিক ভাবে সফল অভিযান আগামী দিনে আরো যাত্রী ও গবেষককে ব্য্যক্তিগত উদ্যোগে যেতে উৎসাহিত করবে।
❤ Support Us