- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ১৮, ২০২৪
নাইট রাইডার্স নয়, পাঞ্জাব কিংসের কোচের দায়িত্বে রিকি পন্টিং

মাস–দুয়েক আগে হেড কোচের পর থেকে রিকি পন্টিংকে সরিয়ে দিয়েছিল দিল্লি ক্যাপিটালস। তারপর থেকেই পন্টিংকে নিয়ে জল্পনা চলছিল। কখনও শোনা যাচ্ছিল কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের দায়িত্ব নিতে পারেন, কখনও আবার শোনা যাচ্ছিল রাজস্থান রয়্যালস, লখনউ সুপার জায়ান্টের কথা। শেষ পর্যন্ত পাঞ্জাব কিংসে যোগ দিলেন অস্ট্রেলিয়ার এই প্রাক্তন অধিনায়ক। পাঞ্জাব কিংসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় রিকি পন্টিংকে কোচ করার বিষয়টা জানানো হয়েছে।
Ponting makes his point! 🤌
Welcome to the Pride, Ricky! 🦁#RickyPonting #SaddaPunjab #PunjabKings pic.twitter.com/QGO9p7vFsw
— Punjab Kings (@PunjabKingsIPL) September 18, 2024
আইপিএলে এখনও সাফল্যের মুখ দেখেনি প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস। গত মরশুমে নবম স্থানে শেষ করেছিল। রিকি পন্টিংয়ের হাত ধরে এবছর ঘুরে দাঁড়াতে মরিয়া। দলকে সাফল্যের পথে ফেরাতে বারবার কোচ বদলেছে। গত ৭ মরশুমে ৬ বার কোচ বদল হয়েছে পাঞ্জাবের। পন্টিংয়ের সঙ্গে ৪ বছরের চুক্তি করেছে পাঞ্জাব কিংস। ট্রেবর বেলিসের জায়গায় পন্টিংকে নিয়ে আসা হয়েছে। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর পন্টিং বাকি কোচিং স্টাফ নির্বাচন করবেন। এই মুহূর্তে সঞ্জয় বাঙ্গার (ক্রিকেট ডেভেলপমেন্টের প্রধান), চার্লস ল্যাঙ্গাভেল্ট (ফাস্ট বোলিং কোচ) এবং সুনীল যোশি (স্পিন বোলিং কোচ) পাঞ্জাব কিংসের সঙ্গে জড়িত রয়েছেন।
২০০৮ সাল থেকে আইপিএলের সঙ্গে যুক্ত পন্টিং। কলকাতা নাইট রাইডার্সে এবং মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন। মুম্বইকে নেতৃত্বও দেন। ২০১৩ সালের মাঝপথে নেতৃত্ব ছেড়ে দেন। নেতৃত্ব দিয়ে দলকে চ্যাম্পিয়ন করেন রোহিত শর্মা। ২০১৪ সালে মুম্বই ইন্ডিয়ান্সের পরামর্শদাতার দায়িত্ব তুলে নেন পন্টিং। ২০১৫ ও ২০১৬ সালে হেড কোচের দায়িত্ব সামলান। এরপর ২০১৮ সালে দিল্লির প্রধান কোচের দায়িত্ব নেন। ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে পরপর তিনবার দিল্লিকে প্লেঅফে তোলেন পন্টিং। ২০২০ সালে দলকে ফাইনালেও তুলেছিলেন। যদিও ২০২২ থেকে আর প্লেঅফে পৌঁছতে পারেনি দিল্লি। তাই পন্টিংকে সরানোর সিদ্ধান্ত নেয়। দিল্লির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে জুলাইয়ে মেজর লিগ ক্রিকেটে ওয়াশিংটন ফ্রিডমের হেড কোচ হয়ে দলকে চ্যাম্পিয়ন করেছেন।
❤ Support Us