Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ১৯, ২০২৪

ইডির দফতরে পৌঁছে গেলেন ঋতুপর্ণা, রেশন দুর্নীতি কান্ডে হাজিরার তলবে সাড়া অভিনেত্রীর

আরম্ভ ওয়েব ডেস্ক
ইডির দফতরে পৌঁছে গেলেন ঋতুপর্ণা, রেশন দুর্নীতি কান্ডে হাজিরার তলবে সাড়া অভিনেত্রীর

আজ ইডির সদর দফতরে পৌঁছালেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। গত ৫জুন রেশন দুর্নীতি কান্ডে তাঁকে ইডির গোয়েন্দারা ডেকে পাঠান। এর আগেও একবার তাঁকে ডেকে পাঠানো হয়েছিল। তবে তিনি তখন আমেরিকায় থাকার জন্য হাজিরা দিতে পারেননি। আশ্বাস দিয়েছিলেন, দেশে ফিরলে সিজিও কমপ্লেক্সে গিয়ে হাজিরা দিয়ে আসবেন । সেইমতো কথা রাখলেন তিনি।
দুপুর একটায় অভিনেত্রীর গাড়ি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছায়। সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি তিনি। তবে ইডির দফতরে আসার আগে নিজের কাগজপত্র সমেত অ্যাকাউন্টান্টকে পাঠিয়েছিলেন তিনি। তারপর তাঁর আইনজীবীকে নিয়ে অভিনেত্রী সিজিও কমপ্লেক্সে প্রবেশ করেন। আইনজীবীর পরামর্শ অনুযায়ী ইডির সমনের উত্তর দেবেন বলে জানিয়েছিলেন অভিনেত্রী।
ইডির তরফে তাঁকে হাজিরার ডাকের খবরে অভিনেত্রী জানিয়েছিলেন,’খুব অবাক হয়েছি শুনে। আমি এ ব্যাপারে সত্যিই কিছু জানি না। রেশন দুর্নীতি কী? সে সম্পর্কে আমার কোনও ধারণাই নেই।’ অভিনেত্রী বলেন, ‘সামনে আমার অনেকগুলো ছবির মুক্তি রয়েছে। তার মাঝে এমন খবর, মোটেই আমার জন্য ভালো নয়। আমার সম্মানহানি হল। সারাজীবন পরিশ্রম করছি। হঠাৎ করে আমার নামে এমন বলে দেওয়া খুবই অন্যায়।’
তাঁর হাজিরার জন্য সিজিও কমপ্লেক্স জুড়ে বিধাননগর মহিলা পুলিশ, র‍্যাফ সহ বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছিল ।ইডি সূত্রে জানা গেছে ব্যাঙ্ক লেনদেন সংক্রান্ত অসঙ্গতির তদন্তে ঋতুপর্ণাকে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে সিজিও কম্পলেক্সে এই নিয়ে দ্বিতীয়বার পা রাখলেন অভিনেত্রী। এর আগে ২০১৯ সালে অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক নয়ছয়ের মামলায় তাঁর নাম জড়িয়েছিল। সেসময় তদন্তকারীরা তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠান।

প্রায় পাঁচ ঘণ্টা পর ইডির দফতর সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। রেশন দুর্নীতি কান্ডে  কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা তাঁকে আজ তলব করেছিলেন।   সেখান থেকে বেরিয়ে তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হন। তাঁর দাবি, এই দুর্নীতিতে তিনি কোনোভাবেই জড়িত নন। তাঁর কাছে যা নথিপত্র চাওয়া হয়েছিল , তা তিনি আধিকারিকদের হাতে তুলে দিয়ে এসেছেন।
আজ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির মুখোমুখি হতে হাজির হন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সঙ্গে  ছিলেন তাঁর আইনজীবী বিপ্লব গোস্বামী।ঋতুপর্ণা   বিকেল ৫টা ৪৯ এ সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে সাংবাদিকদের জানিয়েছেন, আমার সহযোগিতায় তদন্তকারীরা খুশি। এই দুর্নীতির সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। ওরাও(তদন্তকারী আধিকারিকেরা) সহযোগিতা করেছেন, আমিও সহযোগিতা করেছি।’
তাঁর হাজিরার জন্য সিজিও কমপ্লেক্স জুড়ে বিধাননগর মহিলা পুলিশ, র‍্যাফ সহ বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছিল ।ইডি সূত্রে জানা গেছে ব্যাঙ্ক লেনদেন সংক্রান্ত অসঙ্গতির তদন্তে ঋতুপর্ণাকে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে সিজিও কম্পলেক্সে এই নিয়ে দ্বিতীয়বার পা রাখলেন অভিনেত্রী। এর আগে ২০১৯ সালে অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক নয়ছয়ের মামলায় তাঁর নাম জড়িয়েছিল। সেসময় তদন্তকারীরা তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠান।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!