- এই মুহূর্তে দে । শ
- মে ৩০, ২০২৪
‘রেশন দুর্নীতিঃ’ ঋতুপর্ণাকে ইডির তলব , ৫ জুন হাজিরার নির্দেশ

রেশন দুর্নীতি নিয়ে এবার ইডির ডাক পেলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ২০১৯ সালে চিটফান্ড সংস্থা রোজভ্যালির আর্থিক দুর্নীতিতে তাঁর নাম জড়িয়ে পড়ে। তাঁকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । আগামী ৫ জুন তাঁকে হাজিরা দিতে বলেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
বুধবার ইমেলের মাধ্যমে অভিনেত্রীকে তলব করেছে ইডি। তাঁদের দাবি, রেশন দুর্নীতিতে অভিযুক্ত একজনের সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্তের বেশ কয়েক কোটি টাকা আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু তথ্য তাঁদের হাতে এসেছে। সে টাকা কোথা থেকে এল, উৎস কী, তা জানতে ডেকে পাঠানো হয়েছে অভিনেত্রীকে।
২০১৯ এ ইডির তদন্তে অভিনেত্রী ঋতুপর্ণা ছাড়াও নাম জড়ায় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের । রোজভ্যালির প্রযোজনায় বেশ কিছু বাংলা চলচ্চিত্র মুক্তি পায় , তাতে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা । তাঁর সঙ্গে আলাপ হয় চিট ফান্ডের কর্ণধার গৌতম কুণ্ডুর। দুজনের মধ্যে একটি চুক্তিও হয়।
ঋতুপর্ণা এখন আমেরিকায় ৪ জুন দেশে ফিরবেন তিনি। তাঁর ম্যানেজার অবশ্য ইডির তলব সংক্রান্ত অস্বীকার করেছেন। বলেছেন , এরকম কোনও মেল আসেনি । আমেরিকায় এখন মাঝরাত। তাই অভিনেত্রীর কোনও প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।
জেলে আছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তাঁর ঘনিষ্ঠ বাকিবুর রহমান,বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য প্রমুখ। রেশন দুর্নীতির শিকড় যে কতদূর ছড়িয়ে আছে , তার ডালপালা যে কতদূর বিস্তৃত , এ নিয়ে রহস্য ব্যাপক। প্রভাবশালীরা একে একে পুলিশের হেফাজতে আসছেন। আর কত নামীদামী ব্যক্তি যে এই বিশাল দুর্নীতির সঙ্গে জড়িত , তা বলতে পারবে ‘সময়।’
❤ Support Us