- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ১১, ২০২৩
গাজায় যুদ্ধবিধ্বস্ত ‘ভাইবোন’দের জন্য সেঞ্চুরি উৎসর্গ রিজওয়ানের

প্রথম ম্যাচে হল্যান্ডের বিরুদ্ধে তাঁর ও সৌদ শাকিলের পার্টনারশিপই পাকিস্তানের জয়ের ভিত গড়ে দিয়েছিল। মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধেও দুরন্ত ব্যাটিং। একদিনের বিশ্বকাপে জীবনের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন মহম্দ রিজওয়ান। আর বিশ্বকাপের এই ‘বিশেষ’ সেঞ্চুরি উৎসর্গ করেছেন ইজরায়েলি হানায় বিধ্বস্ত গাজার মানুষের প্রতি।
শনিবার প্যালেস্তাইনের জঙ্গি সংগঠন হামাস অতর্কিতে ইজরায়েলের ওপর আক্রমণ করে। এই আক্রমণে জবাবে প্যালেস্তাইনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইজরায়েল। অবরুদ্ধ গাজায় বিধ্বংসী হামলা চালায়। নির্বিচারে বোমা ও ক্ষেপনাস্ত্র বর্ষণ করে গুঁড়িয়ে দেওয়া হয়েছে শরনার্থী শিবির, স্কুল, বসতি এলাকা। গাজা রীতিমতো ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। গাজায় খাদ্য, জল, বিদ্যুৎ, জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। প্রায় ৫ লক্ষ মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্দশা। প্রাণ হারিয়েছেন অসংখ্য মানুষ।
গাজার এই ধ্বংসলীলা ছুঁয়ে গেছে পাকিস্তানের উইকেটকিপার মহম্মদ রিজওয়ানের হৃদয়। তাঁর হদয় ভারারান্ত। তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি উৎসর্গ করেছেন গাজার যুদ্ধবিধ্বস্তদের জন্য। টুইটারে রিজওয়ান লিখেছেন, ‘এই সেঞ্চুরি গাজার ভাইবোনদের জন্য।’ শ্রীলঙ্কার বিরুদ্ধে চাপের মুখে দুরন্ত সেঞ্চুরি করেন মহম্মদ রিজওয়ান। শ্রীলঙ্কার তোলে ৩৪৪ রান তাড়া করতে গিয়ে শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল পাকিস্তান। এরপর আবদুল্লাহ শফিকের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান। বারবার পায়ের পেশিতে টান লাগলেও মাঠ ছাড়েননি। শেষ পর্যন্ত দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ১২১ বলে ১৩১ রান করে অপরাজিত থাকেন।
হায়দরাবাদের মানুষের আতিথেয়তায় মুগ্ধ রিজওয়ান। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ শেষে তিনি বলেন, ‘দর্শকদের সমর্থন দেখে মনে হচ্ছিল যেন আমি রাওয়ালপিন্ডিতে ম্যাচ খেলছি। হায়দরাবাদের মানুষের কাছ থেকে যে ভালবাসা পেয়েছি, কখনও ভুলব না। দর্শকরা শ্রীলঙ্কাকেও সমর্থন করেছে। হায়দরাবাদের মানুষ ক্রিকেট ভালবাসে। দর্শকদের ভাল ক্রিকেট উপহার দিতে পেরে ভাল লাগছে।’
❤ Support Us