- মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ৬, ২০২৪
চ্যাম্পিয়ন্স লিগে রিয়েলকে ৩–১ ব্যবধানে হারাল এসি মিলান
কিছুদিন আগেই লা লিগায় ‘এল ক্লাসিকো’তে বার্সিলোনার কাছে বিধ্বস্ত হতে হয়েছিল রিয়েল মাদ্রিদকে। চ্যাম্পিয়ন্স লিগে সেই ধাক্কা সামলে উঠতে পারলেন না কিলিয়ান এমবাপেরা। ঘরের মাঠে হারতে হল এসি মিলানের কাছে। সান্তিয়াগো বার্নাব্যুতে এসি মিলান জিতল ৩–১ ব্যবধানে। ঘরের মাঠে রিয়েল মাদ্রিদের টানা দুটি পরাজয় সত্যিই অবাক করার মতো। আর চলতি মরশুমে রিয়েলের এটা তৃতীয় হার।
ম্যাচের শুরুটা দেখে অবশ্য কখনোই মনে হয়নি ঘরের মাঠে আবার পরাজয়ের মুখে পড়তে হবে রিয়েল মাদ্রিদকে। একটা প্রবাদ আছে, “মর্নিং শো’জ দ্য ডে”। সেটাই এদিন প্রমাণিত হলে। ম্যাচের শুরুতেই পরপর দুটি সুযোগ তৈরি করেছিল রিয়েল মাদ্রিদ। দুটোই নষ্ট করেন তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। তখনই মনে হয়েছিল রিয়েলের এদিন জেতাটা কঠিন হয়ে দাঁড়াবে। বাস্তবে সেটাই ঘটল।
এসি মিলনের পরিকল্পনা ছিল প্রতি আক্রমণভিত্তিক ফুটবল খেলে বাজিমাত করা। সেই লক্ষ্যে তারা সফল। রিয়েল মাদ্রিদের একের পর এক আক্রমণের ঝড় সামলে খেলার গতির বিরুদ্ধে ১২ মিনিটে এগিয়ে যায় এসি মিলান। কর্নার থেকে ভেসে আসা বল হেডে গোল করেন মালিক থিয়াও। পরের মিনিটেই সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল রিয়েল। কিন্তু দু-দুটি সহজ সুযোগ নষ্ট করেন কিলিয়ান এমবাপে ও ভিনিসিয়াস জুনিয়র। অবশেষে ম্যাচের ২৩ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান ভিনিসিয়াস জুনিয়র।
সমতা ফেরানোর পর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে রিয়েল। তবে এসি মিলানের রক্ষণের দৃঢ়তায় গোল তুলে নিতে পারছিল না। অন্যদিকে এসি মিলান রিয়েলের ঝড় সামলে ধীরে ধীরে খেলায় ফেরে এবং ৩৮ মিনিটে আবার এগিয়ে যায়। রাফানিয়ার শট প্রথম প্রচেষ্টায় আটকে দিয়েছিলেন রিয়াল মাদ্রিদের গোলকিপার আন্দ্রে লুনিন । দ্বিতীয় প্রচেষ্টায় বল জালে পাঠান আলভারো মোরাতা। ৪৩ মিনিটে আমার সমতা ফেরানোর সুযোগ এসেছিল রিয়েলের সামনে। এমবাপের শর্ দুর্দান্ত দক্ষতায় বাঁচান মিলান গোলকিপার মাইক মনিয়ের। প্রথমার্ধে ২–১ ব্যবধানে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে এসি মিলান।
দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে উঠেছিল রিয়েল মাদ্রিদ। শুরুতেই দু’দুটি পরিবর্তন করে জয়ে জন্য ঝাঁপিয়ে পড়ে। একাধিক সুযোগও তৈরি হয়। কিন্তু এমবাপে, ভিনিসিয়াস জুনিয়ররা সুযোগ কাজে লাগাতে পারছিলেন না। আর এসি মিলান পরিকল্পনামাফিক একের পর এক প্রতি আক্রমণ তুলে নিয়ে আসছিল। বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করলেও আলভারো মোরাতারা সুযোগ কাজে লাগাতে পারছিলেন না। অবশেষে রিয়েল রক্ষণের ভুলের সুযোগ নিয়ে তিজানি রেন্ডারস এসসি মিলনকে ৩–১ ব্যবধানে এগিয়ে দেন। শেষদিকে আন্তেনিও রুডিগারের একটি গোল অফসাইডের জন্য বাতিল হওয়ায় হতাশা দিয়ে মাঠ ছাড়তে হয় রিয়েল মাদ্রিদকে।
❤ Support Us