Advertisement
  • ক | বি | তা রোব-e-বর্ণ
  • জানুয়ারি ২২, ২০২৩

গুচ্ছ কবিতা

সুরভী চ্যাটার্জী
গুচ্ছ কবিতা

রেখাচিত্র: সুচারু

 সুরভিত প্রতিষ্পর্ধা

জয়নাল আবেদিন এর কবিতা পড়ে, অবাক হয়ে শঙ্খ ঘোষ বলেছিলেন, কোথায় কোন প্রতিভা ছড়িয়ে আছে, সে খবর কতটা রাখি, কতটা জানি আমরা!’

নির্বোধ কোলাহল আর নাগরিক আত্মপ্রচারের আড়ালে, মফস্বলে, প্রত্যন্ত গ্রামীণ এলাকায় শব্দকারিগর আর রং-স্থপতিদের একাকিত্বে, নিঃসঙ্গতাবোধে যে আত্মশক্তি, যে প্রতিষ্পর্ধা ছড়িয়ে থাকে, আমাদের প্রচারমত্ততাকে আদৌ কি আমল দেয় তা? না সে নিজেই গড়ে তোলে তাঁর জলপথ। সুরভী চট্টোপাধ্যায় এমনই একজন আপসহীন, স্বনির্মিত ঈশ্বর, যাঁর সজল লড়াইয়ের নৈঃশব্দ্য আমাদের দাম্ভিক উদাসীনতাকে নাড়িয়ে দিয়ে  অবদমিত আত্ম-র সম্ভাবনাময় প্রেরণা হয়ে উঠছে ।  আশৈশব নিরাময়হীন শারীরিক উপদ্রবের মোকাবিলায় যে অবিভাজ্য আগুন জ্বালিয়ে রাখে তাঁর কারুকার্য, তাঁর কবিতা ও আনুষঙ্গিক উপকথা– সে এক নিরন্তর বিস্ময়

সম্পাদক

উত্তপ্ত অশ্রুর মেরুদণ্ড

মেঘ পার হয়ে যায় আকাশের সদরপথ
প্রবাসীনি সুখে
অন্তরভেদী দৃষ্টি ছুঁয়ে ছুঁয়ে যায়
সূর্যের শেষ প্রহরের তরুণাস্থি
আদি শতাব্দীর গোড়া থেকে
ভেতরে তুমুল জলপ্রপাতের গর্জন
আজও দাঁতে কেটে নেয় অন্ধকারের
ভারী শব্দগুলো…

অদূরে ঘুমিয়ে আছে বিষন্ন আয়না
বিশুদ্ধ ইতিহাসকে বুকে জড়িয়ে,
ফুরিয়ে যাওয়া পালকের পোড়া মুখে
সংযমী হয়ে ওঠে আত্মার আলো

কোনও পথ জানা নেই
আশার একটি অঞ্চল ক্রমশ উদ্বায়ী
উত্তপ্ত অশ্রুর মেরুদণ্ড জড়ানো
আশার একটি অঞ্চল ক্রমশ উদ্বায়ী
উত্তপ্ত অশ্রুর মেরুদণ্ড জড়ানো
বাষ্প ছুঁয়ে ছুঁয়ে…

পুনর্বার অবৈধ রাত

নৈঃশব্দের নকশি কাঁথায় ফুটে ওঠে
পুনর্বার অবৈধ রাত
উন্নত মানবতার কৃষ্ণাঞ্চল জুড়ে
পঙ্গপালের গোপন ওড়াউড়ি…
অধরাই থেকে যায় মানব বীজের
প্রথম প্রতিবিম্ব…
ছিন্নভিন্ন সরল চামড়ার খোপ থেকে উঠে আসে পোড়া ছাইয়ের কলরব…

বাতাসে উর্ধায়িত তিক্ত নীল সুখের
গোখরো গোলাপ
যৌনতার গন্ধে আড়ি পাতে মৃত তালের অপসৃত শাঁস’ অন্ধগলির হাঁমুখে…

জঙ্গলের গভীর অস্ফালনে
হৃদয় বদলে ফেলে সাদা কাপড়ের শেষ পর্দা
নিষ্ঠুর সমুদ্রশামুকে ঘুমিয়ে থাকে ভাবীপ্রজন্মের গোড়ালির বাস….

 

আগুনের উৎসব

পাথরের মতো হয়ে উঠছে
দীর্ঘ সফরের বোঝা
আর চাঁদের মেরুদন্ড জুড়ে বিছিয়ে রয়েছে
বিষন্ন রাতের প্রবাহ…

প্রজ্ঞার পালক গুলো
দূরে প্রতীক্ষারত শেষ পাতের সূর্য
মুঠো ভরে ছড়িয়ে যাচ্ছে শৈলীবিষয়ক
অশনি সংকেত…

অনুজ্জ্বল পর্দার থলির মতো রাজপথ
কোথাও যেন ভগ্ন বাড়ির
আদ্যন্ত কাঠামো জুড়ে…
এক বান্ডিল আদিম খড়ের পাশে ঘুমিয়ে আছে আগুনের মতো উৎসব…

 

♦♣♦  ♦♣♦  ♦♣♦  ♦♣♦

 

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!