ভোর ভয়ি। পর্ব ১০: দুই বন্ধু, আমি শিক্ষক মানি

কমলেন্দুর হাসির সঙ্গে মাথার ঝাঁকুনিতে পুরু চশমার ওপরে কপাল ঢেকে যেত চুলে৷ ফরসা মুখ লাল হয়ে যেত৷ এমন হাসকুটে বেশি দেখিনি৷ হাসিতে মনের ছবি ক-জনের পাওয়া যায় । আমার জল ভরা আর গোবিন্দর কবিতা পড়া জুড়ে নির্জন প্রান্তর ছিল, আজ মনে হয়৷ সমাজতান্ত্রিক বাস্তবতার ফ্রেজিয়োলজি তখনও আমাকে সেভাবে গ্রাস করেনি৷