ভোর ভয়ি । পর্ব ২

তখন ভারত-পাক যুদ্ধ আসন্ন ৷ সাল ১৯৬৫৷ হঠাৎ হঠাৎ সাইরেন বেজে ওঠে ৷ স্ট্রিটলাইট থেকে ঘরের লাইট সব টুপি-পরা ৷ ব্ল্যাক আউট বা নিষ্প্রদীপ ৷ বোমারু বিমান হানা দিতে পারে ৷ মনে আছে, যুদ্ধের জন্য জনগণের কাছে অর্থসাহায্য চেয়ে জনসভা অ্যান্টনিবাগানের কাগজপট্টিতে৷ মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেন বক্তৃতা করছেন