ভোর ভয়ি। পর্ব ২১ : খোঁচড় বৃত্তান্ত, পুলিশের খপ্পরে মানিকদা

আমাদের বস্তিবাড়িতে মাঝরাতে হানা দিল পুলিশ৷ বাড়িওলা ও পাঁচঘর ভাড়াটেকে জাগিয়ে বিস্তর হম্বিতম্বি করেছিল, পরে জেনেছি৷ বাবা-মাকে যা নয় তাই বলেছিল৷ মায়ের রান্নাঘরে লাথি মেরে মেরে ভাঙচুর করেছিল৷ বাড়িওলাকে বলেছিল, এদের এখনই বার করে দিন৷ নাহলে আপনাকেও লকআপে ঢো্কানো হবে৷ পাঁচ ভাড়াটেকে বলেছিল, যদি জানতে পারি আপনারা ওই ক্রিমিনালটাকে শেলটার দেন, বা লুকিয়ে রাখেন আপনাদের কপা্লে হাজতবাস আছে