মাটি ব্রতের আখ্যান। পর্ব ২৫

কানাঘুষো শোনা যাচ্ছে— কয়েকজনকে ট্রান্সফার করা হবে। বলছে রুটিন বদলি। আসলে শাস্তিই। টাকার ছোঁয়াচে জীবাণুতে ঘুঘু বাসা বাঁধে। সেটা ভাঙতেই নাকি এ ফিকির। সাহেবের হাতে গোপন রিপোর্ট, তাতেই ফয়সালা। তার পেয়ারের পারদ নেমে গেলেই কাঁচি। তিনিও যে উপরির ভাগ নিলামে অদৃশ্যভাবে হাজির থাকেন, তার নামে রিপোর্ট লিখবে কে? হরীশের নামটা কি সাহেবের গোপন তালিকায় আছে!