- পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
- অক্টোবর ১, ২০২৩
বুকে দুর্ভেদ্য শূন্যতা বাজছে

সাহিত্য পত্রিকার ১৬০ সংখ্যা প্রকাশ অনুষ্ঠান, হাইলাকান্দিতে সাহিত্যের দফতরে
প্রতিটি মৃত্যুই আমাদের ভাবিয়ে তোলে, আমারা কেউই দ্বীপবাসী নই, চারপাশকে জড়িয়ে বেঁচে থাকি, মৃত ব্যক্তি তাঁর জীবদ্দশায় বড়ো সংগঠক আর সহিত বোধের সর্বগ্রাসী ছায়া হয়ে থাকলে, তাঁর প্রয়াণ বড্ড বেশি শূণ্যতা তৈরি করে দেয়, বিজিৎদার মৃত্যুকে ঘিরে শূণ্যতাবোধ তার চেয়েও বেশি প্রকট।
ভালো কবি, আড়ম্বরহীন গদ্যকার; এরকম উঁচু মাপের সাহিত্য সংগঠক বরাক উপত্যকায় আগে কখনো দেখা যায়নি, ভবিষ্যতে ব্যক্তিস্বরূপের এই ধরনের বিরল উপস্থিতি অনুভূত হবে কি না, সে এক সংশায়চ্ছন্ন চিন্তার বিষয়। একথা বলার কারণ, সময়ের ফাঁকা আর ফাঁপা আওয়াজ বুকে খুবই বাজছে।
১৯৭১-৭২ থেকে চিনতাম, বন্ধুত্ব বলতে যা বোঝায়, নয় তা, শ্রদ্ধা করতাম, তাঁর ব্যস্ততা, সংযম, সাহিত্য প্রেম সর্বদা আমাদের উদ্বুদ্ধ করত। শক্তিপদ ব্রহ্মচারী, শান্তুনু ঘোষ, উদয়ন ঘোষ, বিমল চৌধুরী ও অন্যান্য সমবেত প্রতিদ্বন্দ্বীর সঙ্গে সহজিয়া আড্ডায় মেলামেশা করা যেত, বিজিৎদার ক্ষেত্রে তা সম্ভব ছিল না। সম্ভ্রমবোধ কিঞ্চিৎ দূরে সরিয়ে রাখত। আরেকটি কথা, তাঁর সেরা কীর্তি কী, সাহিত্য পত্রিকার বিশুদ্ধ সম্পাদনা ? সাহিত্য আন্দোলন ? না ভিন্ন রকমের কবিতা চর্চা ? জবাব, তিনটি কারণেই স্মরণীয় হয়ে থাকবেন, বাংলা ভাষার কবি-পুরোহিত বিজিৎকুমার ভট্টাচার্য।
♦—♦♦—♦♦—♦♦—♦
লেখক পরিচিতি: প্রাবন্ধিক। ইন্ডিয়ান লিটারেচারের প্রাক্তন সম্পাদক, এবং ন্যাশেনাল বুক ট্রাস্টের ভূতপূর্ব পরিচালক।
❤ Support Us