ধারাবাহিক আত্মকথা : আমাদের বিদ্যানিকেতন

সমাজের রুগ্নদেহকে সুস্থ করতে হলে আরো বেশি আত্মত্যাগ, আরো বেশি পরিশ্রম, আরো বেশি সংহত এবং যৌথ চেষ্টা দরকার। ব্যক্তিউদ্যোগে নির্মিত প্রতিষ্ঠানের কারিগরকেও কেবল মুনাফার কথা নয়, সমাজের সমূহ অগ্রহতি নিয়ে ভাবত হবে। সরকার করে দেবে, জনতার রাজস্বের টাকায় প্রতিষ্ঠান গড়বে, আমরা গড়িয়ে গড়িয়ে হাঁটাব,চুপিসারে লুঠ করব, এরকম হলে সমাজের অগ্রগতি অসম্ভব