- ক | বি | তা
- ডিসেম্বর ৪, ২০২২
গুচ্ছ কবিতা

১
পর্যটকের জীবনে সরাইখানা
আর
মাধুকরীর উপার্জনে অচিন পাখি
দিগন্তকে আক্ষেপ বলেনি –
তুমি পরিপূর্ণ হলে
আমি জানলায় বসে রামধনু আঁকব —
২
বাস্তু ঘুঘু’র জন্য ছড়ানো দানায় যে বিকেলের ব্যস্ততা
তার জন্য অবসরের জানলা খোলা থাকে —
আমি নিকনো উঠোনে আলপনা ভাবি।
৩
সাইকেল রিক্সার পথগুলোতেই যে সব হাঁটে
অবলম্বনের জন্য একটা লাঠি
দীর্ঘায়ু
সংবিধান সংশোধনে যাদের কিছুই আসে যায় না —
৪
প্রতিবাদের রক্তে সমবেদনা দেখিনি –
রঙ সম্পর্কে কিছু অর্থহীন বাতিক
দুটো চেয়ার বাদ দিয়ে বসলে
আমি দু’পক্ষে সুবিধাবাদী হতে পারিনি —
মুঘলসরাই স্টেশনে তুমি জল খেতে নেমেছিলে,
আমি জল কিনেছিলাম গয়ায় ,আর
পাণ্ডাদের জেরক্স কপি !
প্রেতশিলায় দাঁড়িয়ে পাপজন্মের অভিসম্পাতকে
বাস্তবিক ভেবে মনে মনে বলেছিলাম— আরও ঘুমের বড়ি ?
তুই সত্যি সত্যি মরেছিস তো ?
৫
বিয়ের ওড়না দিয়েই ঝুলেছিল উমা দি —
ভিড় ঠেলে একদিনই অমিয় পুরুষ হয়েছিল
বনসাইয়ের জীবনে
তারপর অমিয় ওয়েড’স শ্রীলেখা —
নকল প্রজাপতি
ঠিক দুর্বোধ্য কবিতার মতো
জন্মের ঠিক ঠিকানাহীন টুনির জোনাকি !
পতন
❤ Support Us