শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
‘গালি বয়’-এর পর আবার পর্দায় রণবীর-আলিয়া। প্রকাশ্যে এল তাঁদের আগামী ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-র ট্রেলর। টিজার মুক্তির পর থেকেই নতুন ছবিকে নিয়ে দর্শক মনে প্রবল আগ্রহ তৈরি হয়েছিল। ট্রেলার দেখেও উচ্চ্বসিত দর্শকরা। বিশেষত ট্রেলারে দেখা গেছে আলিয়ার মুখে ‘খেলা হবে’ শ্লোগান। পঞ্চায়েত ভোটের আবহে যা বাড়তি আগ্রহ তৈরি করছে।
ধম্মা প্রোডাকশানের অত্যন্ত ঘনিষ্ঠ আলিয়া ভাট। তাদের ব্যানারে স্টুডেন্ট অফ দ্য ইয়ার থেকেই শুরু হয় তাঁর কেরিয়ারের উড়ান। একের পর এক ছবি করেছেন বিখ্যাত এ প্রযোজনা সংস্থার ব্যানারে। তাঁর মধ্যে অনেকগুলোই দর্শকদের দ্বারাই প্রশংসিত হয়েছে। রণবীর সিং ও আলিয়া ভাটের জুটির রসায়ন আগের ছবিতে দেখেছেন তাদের ভক্ত ও অনুরাগীরা। এ ছবিতেও তার ব্যতিক্রম ঘটবে না বলে মনে করছেন তাঁরা।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34