Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ২৭, ২০২৪

গ্র‌্যান্ডস্ল্যাম জিতে বোপান্না ভেঙে দিলেন ‌জুলিয়ন রোজারের রেকর্ড

আরম্ভ ওয়েব ডেস্ক
গ্র‌্যান্ডস্ল্যাম জিতে বোপান্না ভেঙে দিলেন ‌জুলিয়ন রোজারের রেকর্ড

বয়স কোনও বাধা নয়। প্রমাণ করে দিলেন ভারতীয় টেনিস তারকা রোহন বোপান্না। এই মুহূর্তে তাঁর বয়স ৪৩ বছর ৩২৯ দিন। দুদিন আগেই সবথেকে বয়স্ক খেলোয়াড় হিসেবে পুরুষদের ডাবলসে বিশ্বের ১ নম্বর স্থানে পৌঁছে নজির গড়েছিলেন। শনিবার আরও একটা রেকর্ড গড়লেন বোপান্না। সবথেকে বেশি বয়সে গ্র‌্যান্ডস্ল্যাম জেতার রেকর্ড গড়লেন। ৪৩ বছর বয়সী বোপান্না ভেঙে দিয়েছেন জুলিয়ন রোজারের রেকর্ড। ২০২২ সালে মার্সেলো আরেভোলার সঙ্গে জুটি বেঁধে ৪০ বছর বয়সে ফ্রেঞ্চ ওপেনে পুরুষদের ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছিলেন রোজার।

শনিবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে রোহন বোপান্না ও ম্যাথু এবডেন জুটি ৭–৬ (‌৭–০)‌, ৭–৫ ব্যবধানে হারিয়েছে ইতালীয় জুটি সিমোনে বোলেলি ও আন্দ্রেয়া ভাভাসোরি জুটিকে। বোপান্নাদের জয় অবশ্য সহজে আসেনি। দুটি সেটেই লড়াই দারুণ জমে উঠেছিল। প্রথম সেট গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে অবশ্য ইতালীয় জুটিকে দাঁড়াতেই দেননি বোপান্নারা। দ্বিতীয় সেটেও লড়াই দারুণ জমে উঠেছিল। শেষ পর্যন্ত ৭–৫ ব্যবধানে দ্বিতীয় সেট জিতে নেয় বোপান্না ও এবডেন জুটি।

বোপান্না এবং এবডেন জুটির কাছে এটা প্রথম খেতাব জয়। গত বছর ইউএস ওপেনের ফাইনালে হেরেছিল এই জুটি। বোপান্নার কাছে এটা ডাবলসে প্রথম গ্র্যান্ডস্ল্যাম জয়। এর আগে ২০১৭ সালে কানাডার গ্যাব্রিয়েলা ডাব্রোভস্কির সাথে ফ্রেঞ্চ ওপেনের মিক্সড ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছিলেন। অস্ট্রেলিয়ান ওপেনের ডাবলসে আগে ১৬ বার অংশগ্রহন করেছিলেন বোপান্না। তৃতীয় রাউন্ডের বেশি যেতে পারেননি। গতবছর এবডেনের সঙ্গে জুটি বেঁধে প্রথম রাউন্ড থেকেই ছিটকে গিয়েছিলেন।

চ্যাম্পিয়ন হওয়ার পর বোপান্না বলেন, ‘‌সবাই জানে আমার বয়স কত। আমি এটাকে কিছুটা পরিবর্তন করছি।আমি ৪৩ স্তরের, বয়স ৪৩ নয়। এই বয়সে গ্র‌্যান্ডস্ল্যাম জয়ের জন্য ম্যাটকে ধন্যবাদ জানাব। ওর মতো সঙ্গী না পেলে এটা সম্ভব হত না।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!