- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ২৪, ২০২৪
ইতিহাস রোহন বোপান্নার, সবথেকে বয়স্ক খেলোয়াড় হিসেবে পৌঁছে গেলেন ডাবলসের শীর্ষে
বয়স যে একটা সংখ্যা মাত্র প্রমাণ করে দিলেন ভারতের বর্ষীয়ান টেনিস তারকা রোহন বোপান্না। অস্ট্রেলিয়ান ওপেনে তৈরি করলেন এক নতুন ইতিহাস। ৪৩ বছর বয়সে গ্র্যান্ডস্লামের ডাবলসে সেমিফাইনালে পৌঁছলেন। একইসঙ্গে বিশ্ব ক্রমতালিকায় ডাবলসে বিশ্বের সবথেকে বয়স্ক খেলোয়াড় হিসেবে ১ নম্বর স্থান দখল করে নিলেন ভারতের এই টেনিস তারকা।
অস্ট্রেলিয়ান জুটি ম্যাথু এবডেনকে সঙ্গী করে বোপান্না কোয়ার্টার ফাইনালে হারিয়েছেন ষষ্ঠ বাছাই আর্জেন্টিনার ম্যাক্সিমো গঞ্জালেজ এবং আন্দ্রেস মোলতেনি জুটিকে। এই জয়ের ফলে বিশ্ব টেনিসের ডাবলসের ক্রমতালিকায় শীর্ষে পৌঁছে গেলেন বোপান্না। আগামী সপ্তাহেই তাঁকে একনম্বর হিসেবে ঘোষণা করা হবে।
কোয়ার্টার ফাইনালে ৬-৪ ব্যবধানে প্রথম সেট জেতেন বোপান্নারা। দ্বিতীয় সেট টাইব্রেকারে গড়ায়। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৭-৬ (৭-৫) ব্যবধানে জিতে সেমিফাইনালে পৌঁছে যায় বোপান্না-এবডেন জুটি। অস্ট্রেলিয়ান ওপেনের শেষ চারে ওঠার সঙ্গে সঙ্গে ইতিহাস গড়ে ফেললেন বোপান্না। এই প্রথম তিনি বিশ্ব ক্রমতালিকায় শীর্ষে পৌঁছলেন। এত বেশি বয়সে আগে কোনও খেলোয়াড় একনম্বরে পৌঁছননি। এর আগের রেকর্ড ছিল রাজীব রামের। ২০২২ সালের অক্টোবরে ৩৮ বছর বয়সে শীর্ষে পৌছেছিলেন তিনি।
বোপান্না-ম্যাথু জুটি সেমিফাইনালে খেলবে অবাছাই টমাস মাচাচ এবং ঝিঝেন ঝাংয়ের বিরুদ্ধে। এখনও পর্যন্ত ডাবলসে কোনও গ্র্যান্ডস্লাম জেতেননি বোপান্না। ২০১৭ সালে কানাডার গ্যাব্রিয়েলা ডাব্রোস্কির সঙ্গে জুটি বেঁধে ফরাসি ওপেনের মিক্সড ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছিলেন।
❤ Support Us