Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ২৫, ২০২৪

সবথেকে বেশি বয়সে পুরুষদের ডাবলসে ফাইনালে উঠে ইতিহাস রোহন বোপান্নার

আরম্ভ ওয়েব ডেস্ক
সবথেকে বেশি বয়সে পুরুষদের ডাবলসে ফাইনালে উঠে ইতিহাস রোহন বোপান্নার

অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠে একদিন আগেই নজির গড়েছিলেন রোহন বোপান্না। সবথেকে বেশি বয়সে পুরুষদের ডাবলসে বিশ্বের এক নম্বর স্থানে পৌঁছেছিলেন। আরও একটা নজির গড়েছেন এই ভারতীয় টেনিস তারকা। টেনিস ইতিহাসে সবথেকে বয়স্ক খেলোয়াড় হিসেবে গ্র্যান্ডস্ল্যাম ফাইনালে উঠলেন তিনি। এই প্রথম তিনি অস্ট্রেলিয়ান ওপেনের ডাবলস ফাইনালে উঠলেন। স্বপ্ন এবার চ্যাম্পিয়ন হওয়ার।

প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই হিসেবে অস্ট্রেলিয়ান ওপেন শুরু করেছিলেন রোহন বোপান্না। তাঁর সঙ্গী অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেন প্রতিযোগিতার শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন। এবডেনকে সঙ্গে নিয়ে একের পর এক ম্যাচ জেতেন। সেমিফাইনালে ওঠার পর বিশ্বের একনম্বর স্থানে পৌঁছে যান। এই বয়সেও খেলার প্রতি তাঁর যে আবেগ রয়েছে, আরও একবার প্রমাণ দিলেন ফাইনালে উঠে।

ফাইনালে ওঠার পথ কিন্তু একেবারেই মসৃন ছিল না বোপান্নাদের কাছে। থমাস ম্যাকহ্যাক ও ঝাং ঝিসেনকে হারাতে রীতিমতো ঘাম ঝড়াতে হয়েছে। ২ ঘন্টা ২০ মিনিটের তীব্র লড়াইয়ে ৬-৩, ৪-৬, ৭-৬ ব্যবধানে জেতে বোপান্না-এবডেন জুটি। টেনিস ইতিহাসে সবথেকে প্রবীণ খেলোয়াড় হিসেবে শনিবার ফাইনালে খেলবেন বোপান্না। চ্যাম্পিয়ন হলে আরও একটা রেকর্ড গড়বেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!