Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ১, ২০২৪

নিজের রেকর্ড ভেঙে মায়ামি ওপেন জিতে ইতিহাস রোহন বোপান্নার

আরম্ভ ওয়েব ডেস্ক
নিজের রেকর্ড ভেঙে মায়ামি ওপেন জিতে ইতিহাস রোহন বোপান্নার

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরও যেন খুরধার হচ্ছেন রোহন বোপান্না। চলতি বছরের শুরুতেই ম্যাথু এবডেনকে সঙ্গে নিয়ে সবথেকে বেশি বয়সে গ্র‌্যান্ডস্লাম জেতার রেকর্ড গড়েছিলেন এই বর্ষীয়ান এই ভারতীয় টেনিস তারকা। এবার আরও একটা রেকর্ড ভেঙে দিলেন। মায়ামি ওপেনে পুরুষদের ডাবলস ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে নিজের রেকর্ডই ভেঙে দিলেন বোপান্না। সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে এটিপি সার্কিটে মাস্টার্স ১০০০ চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়লেন। গত বছর ইন্ডিয়ান ওয়েলস শিরোপা জিতে রেকর্ড গড়েছিলেন বোপান্না। এছাড়া, লিয়েন্ডার পেজের পর দ্বিতীয় ভারতীয় খেলোয়ান হিসেবে ৯টি এটিপি মাস্টার্স ১০০০ ইভেন্টের ফাইনাল খেললেন তিনি।
মায়ামি ওপেনের পুরুষদের ডাবলসের ফাইনালে অস্ট্রেলিয়ান সঙ্গী ম্যাথু এবডেনকে সঙ্গে নিয়ে ক্রোয়েশিয়ার ইভান ডোডিক এবং আমেরিকান অস্টিন ক্রাজিসেককে হারিয়েছেন রোহন বোপান্না। খেলার ফল ৬–৭ (‌৩)‌, ৬–৩, ১০–৬। প্রথম সেট হেরেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেন বোপান্নারা। শুরুতে বেশ নড়বড়ে ছিলেন বোপান্নারা। প্রথম দিকে একের পর এক পয়েন্ট হারিয়ে চাপে পড়ে গিয়েছিলেন। যদিও সেট টাইব্রেকার পর্যন্ত নিয়ে যান। টাইব্রেকারে শেষরক্ষা করতে পারেননি বোপান্নারা।
দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বোপান্না–এবডেন জুটি। ৬–৩ ব্যবধানে জিতে সমতা ফেরায়। নির্ণায়ক তৃতীয় সেটে টাইব্রেকারে আধিপত্য বজায় রেথে ১০–৬ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হন বোপান্নারা। ১ ঘন্টা ৪২ মিনিট ধরে হাড্ডাহাড্ডি লড়াই চলে। গতবছর দোহা ওপেন ও ইন্ডিয়ান ওয়েলস ওপেনেও চ্যাম্পিয়ন হয়েছিল বোপান্না ও এবডেন জুটি। এই নিয়ে চারটি খেতাব জিতলেন বোপান্নারা। আর বোপান্নার ঝুলিতে ৬টি মাস্টার্স খেতাব। ২০ মে থেকে ফ্রেঞ্চ ওপেন শুরু। তার আগে এই খেতাব জয় আত্মবিশ্বাস বাড়াবে বোপান্নাদের।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!