Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ৪, ২০২৪

‌৪৪ বছরেও ভেল্কি দেখাচ্ছেন বোপান্না, লড়ে শেষ আটে জকোভিচ

আরম্ভ ওয়েব ডেস্ক
‌৪৪ বছরেও ভেল্কি দেখাচ্ছেন বোপান্না, লড়ে শেষ আটে জকোভিচ

৪৪ বছর বয়সেও চমক দেখিয়ে চলেছেন রোহন বোপান্না। অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেনকে সঙ্গে নিয়ে ফ্রেঞ্চ ওপেনে পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন এই বর্ষীয়ান টেনিস তারকা। প্রি–কোয়ার্টার ফাইনালে এই ইন্দো–অস্ট্রেলিয়ান জুটি হারিয়েছে ইন্দো–মেক্সিকান জুটি এন শ্রীরাম বালাজি এবং মিগুয়েল অ্যাঞ্জেল রেয়েস–ভারেলাকে। খেলার ফল ৬-৭ (২–৭), ৬–৩, ৭–৬ (১০–৮)।
বোপান্নাদের জয় অবশ্য সহজে আসেনি। বালাজি ও ভারেলা জু্টি কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল। ২ ঘণ্টা ২০ মিনিটের কঠিন লড়াইয়ে পর শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেন বোপান্নারা। নির্ণায়ক তৃতীয় হারের মুখ থেকে ফিরে টাইব্রেকারে বাজিমাত বোপান্নাদের। বিশ্বের ২ নম্বর জুটি ফেবারিট হিসেবেই কোর্টে নেমেছিলেন। কিন্তু অবাছাই বালাজি–ভারেলা জুটি এক ইঞ্চিও জমি ছাড়েনি। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের স্যান্ডার গিল ও জর্ডান ভিলেগেন জুটির হবেন বোপান্না ও এবডেন।
এদিকে, পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে উঠলেল শীর্ষ বাছাই নোভাক জকোভিচ। যদিও চতুর্থ রাউন্ডের ম্যাচে তাঁকে লড়াই করে জিততে হয়েছে। ৫ সেটের ম্যারাথন লড়াইয়ে জকোভিচ ৬–১, ৫–৭, ৩–৬, ৭–৫, ৬–৩ ব্যবধানে হারিয়েছেন বিশ্বের ২৩ নম্বর তারকা ফ্রান্সিসকো সেরুন্ডোলোকে। তৃতীয় রাউন্ডেও কঠিন লড়াই করে জিততে হয়েছিল জকোভিচকে।
মহিলাদের সিঙ্গলসে আগেই কোয়ার্টার ফাইনালে উঠেছেন শীর্ষবাছাই ইগা স্বিয়াতেক। সোমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন অ্যারিনা সাবালেঙ্কা ও এলিনা রাইবাকিনা। প্রি–কোয়ার্টার ফাইনালে সাবালেঙ্কা ৬–২, ৬–৩ ব্যবধানে হারিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এমা নাভারোকে। রাইবাকিনা ৬–৪, ৬–৩ ব্যবধানে হারিয়েছেন ইউক্রেনের এলিনা সিতোলিনাকে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!