Advertisement
  • এই মুহূর্তে দিন-দুনিয়া দে । শ
  • আগস্ট ১৭, ২০২২

দিল্লিতে রোহিঙ্গাদের ফ্ল্যাট দেবে সরকার

দিল্লিতে রোহিঙ্গাদের ফ্ল্যাট দেবে সরকার

চিত্র সংগৃহিত

রোহিঙ্গা ইদবাস্তুদের জন্য বাসস্থান পেকল্পের ঘোষনা করলেন কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রী হরদীপ সিংপুকি। অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেনীর জন্য বরাদ্দ ফ্ল্যাটেই (ইডব্লিউএস) রোহিঙ্গাদের আশ্রয় মিলবে ।

হরদীপ সিং বলেছেন, ভারত সবসময় আশ্রয় প্রার্থাদের পাশে দাঁড়িয়েছে । জাত-ধর্ম নির্বিশেষে কেউ শরনার্থা হলে ফিরিয়ে দেয় না । রোহিঙ্গাদের ক্ষেত্রেও একই মনোভাব পোষন করছে । তাঁদের জন্য দিল্লির বাকারওয়ালার এসব উদ্বাস্তুকে ওখানে স্থানান্তরিত করা হবে । যে-সন সুযোগ সুবিধা থাকা দরকার, তাঁদের দেওয়া হবে ।

প্রায় ১,১০০ রোহিঙ্গার আশ্রয়, মিলবে এসব ফ্ল্যাটে । ভারতে রোফিঙ্গা আশ্রয় প্রার্থাদের সংখ্যা নিয়ে পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য, পশ্চিমবঙ্গ ও দিল্লিতে তাঁরা ছড়িয়ে আছেন । ভবিষ্যৎ অনিশ্চিত । মায়ানমার তাঁদের ফিরিয়ে নেবে, এ রকম সম্ভাবনা বহু দুরের স্বপ্ন ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!