Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ৮, ২০২২

৫০০ ছক্কার মাইলস্টোনে পৌঁছে গেলেন রোহিত শর্মা

আরম্ভ ওয়েব ডেস্ক
৫০০ ছক্কার মাইলস্টোনে পৌঁছে গেলেন রোহিত শর্মা

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে আঙুলে চোট পেয়ে সিরিজের বাকি ম্যাচ থেকে ছিটকে গেছেন রোহিত শর্মা। বুধবার ঢাকার মিরপুরে দ্বিতীয় একদিনের ম্যাচে ভারত হারলেও একটা অনন্য নজির গড়েছেন ভারতীয় দলের অধিনায়ক। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ ছক্কা মারার মাইলস্টোনে পৌঁছে গেছেন রোহিত।
ভারতের ইনিংসের ৪৯ তম ওভারে মাহমুদুল্লার প্রথম বলে ছক্কা হাঁকিয়ে ৫০০ ছক্কার মাইলস্টোনে পৌঁছে যান রোহিত। ওই ওভারে মাহমুদুল্লাকে আরও একটা ছক্কা মারেন। শেষ ওভারে মুস্তাফিজুর রহমানের বলেও ছক্কা হাঁকান রোহিত। বুধবার বাংলাদেশের বিরুদ্ধে মোট ৫টি ছক্কা মারেন রোহিত। তাঁর মোট ছক্কার সংখ্যা ৫০২। ছক্কা মারার দিক দিয়ে তিনি রইলেন দ্বিতীয় স্থানে। আন্তর্জাতিক ক্রিকেটে ৫৫৩টি ছক্কা হাঁকিয়ে তালিকার শীর্ষে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইল। তৃতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার শাহিদ আফ্রিদি। তিনি মেরেছেন ৪৭৬ ছক্কা।  নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ৩৯৮ টি ছক্কা মেরে চতুর্থ স্থানে রয়েছন। পঞ্চম স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। তিনি মেরেছেন ৩৮৩ টি ছক্কা।
বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে স্লিপে ফিল্ডিং করার সময় এনামুল হকের ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পান রোহিত। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দলের বিপর্যয়ের সময় আঙুলে চোট নিয়েই ব্যাট করতে নামেন রোহিত। ২৮ বলে ৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলেও তিনি দলকে জেতাতে পারেননি। ৫ রানে হেরে যায় ভারত। ভারতের পরাজয় সত্ত্বেও, রোহিত শর্মা দৃঢ় সংকল্প মানসিকতা এবং চোট নিয়েও ব্যাটিং করার সাহসিকতা অনেকের মন জয় করে নিয়েছে। চোট থাকা সত্ত্বেও দলকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছিলেন। আঙুলের চিকিৎসার জন্য রোহিত দেশে ফিরে এসেছেন। যদি চোট সারিয়ে তুলতে পারেন, তাহলে টেস্ট সিরিজের আগে দলের সঙ্গে যোগ দেবেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!