- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ২৩, ২০২৪
আইসিসি–র বর্ষসেরা পুরুষ দলে ভারতের ৬ জন, নেতৃত্বে রোহিত
সোমবারই বর্ষসেরা টি২০ দল বেছে নিয়েছিল আইসিসি। ভারত থেকে সুযোগ পেয়েছেন ৪ জন। নেতৃত্বে সূর্যকুমার যাদব। বছরের সেরা একদিনের দলেও ভারতীয়দের দাপট। একসঙ্গে সুযোগ পেয়েছেন ৬ জন ক্রিকেটার। নেতৃত্বে রোহিত শর্মা। সবথেকে অবাক করার ঘটনা, বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দল থেকে সুযোগ পেয়েছেন মাত্র ২ জন ক্রিকেটার। সেরা একাদশে নেই বিশ্বজয়ী অধিনায়ক প্যাট কামিন্স।
ওপেনার হিসেবে ভারত থেকে সেরা একাদশে রয়েছেন রোহিত শর্মা ও শুভমান গিল। তিন নম্বরে রাখা হয়েছে বিশ্বকাপ ফাইনালের নায়ক অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডকে। রোহিত ছাড়াও ভারত থেকে সুযোগ পেয়েছেন বিরাট কোহলি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব এবং মহম্মদ সামি। ট্রাভিস হেড ছাড়া অস্ট্রেলিয়া থেকে রয়েছেন অ্যাডাম জাম্পা। দক্ষিণ আফ্রিকা থেকে সুযোগ পেয়েছেন হেনরিখ ক্লাসেন ও মার্কো জানসেন। নিউজিল্যান্ড থেকে রয়েছেন ড্যারিল মিচেল।
আইসিসি–র বর্ষসেরা একদিনের দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ট্রাভিস হেড, বিরাট কোহলি, ড্যারেল মিচেল, হেনরিখ ক্লাসেন, মার্কো জানসেন, অ্যাডাম জাম্পা, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, মহম্মদ সামি।
অন্যদিকে, আইসিসি–র বর্ষসেরা মহিলা দলে কোনও ভারতীয় ক্রিকেটার সুযোগ পাননি। উপমহাদেশ থেকে রয়েছেন মাত্র দু’জন, বাংলাদেশের নাহিদা আক্তার ও শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু। অধিনায়ক করা হয়েছে আতাপাত্তুকে। এর আগে বাংলাদেশের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে আইসিসি–র মাসের সেরা ক্রিকেটারও হয়েছিলেন নাহিদা আক্তার। ২০২৩ সালে এই বাঁহাতি স্পিনার ২০ উইকেট উইকেট তুলে নিয়েছিলেন।
বর্ষসেরা দলে সর্বোচ্চ পাঁচজন ক্রিকেটার রয়েছে অস্ট্রেলিয়ার, দুজন নিউজিল্যান্ডের। বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড থেকে একজন করে রাখা হয়েছে। সেরা একাদশে রয়েছেন: চামারি আতাপাত্তু (অধিনায়ক), ফিবি লিচফিল্ড, এলিস পেরি, অ্যামেলি কের, বেথ মুনি, ন্যাট-স্কিভার ব্রান্ট, অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, নাদিন ডি ক্লার্ক, লি তাহুহু, নাহিদা আক্তার।
❤ Support Us