Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ১৯, ২০২২

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট থেকেও ছিটকে গেলেন রোহিত শর্মা

আরম্ভ ওয়েব ডেস্ক
বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট থেকেও ছিটকে গেলেন রোহিত শর্মা

ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাকিয়ে ছিল রোহিত শর্মার সুস্থতার দিকে। ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুলও বলেছিলেন, সুস্থ হয়ে দ্বিতীয় টেস্টেই মাঠে নামবেন রোহিত। কিন্তু তাঁদের সেই প্রত্যাশাপূরণ হল না। আঙুলের চোটের জন্য বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট থেকেও ছিটকে গেলেন ভারতীয় অধিনায়ক। দ্বিতীয় টেস্টেও ভারতীয় দায়িত্ব থাকবে লোকেশ রাহুলের ওপর।
বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে স্লিপে এনামুল হকের ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পান রোহিত। চোট পাওয়ার পর বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে শলা–পরামর্শের জন্য মুম্বই চলে আসেন রোহিত। আঙুলের চোট সারিয়ে দ্বিতীয় টেস্টের আগে আবার তাঁর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু পুরোপুরি ফিট না হওয়ায় ঝুঁকি নিলেন না রোহিত। তিনি কবে মাঠে ফিরবেন, তাও এখনও স্পষ্ট নয়।
রোহিতের পরিবর্ত হিসেবে অভিমন্যু ঈশ্বরণকে ডাকা হয়েছিল। কিন্তু তিনি প্রথম টেস্টে সুযোগ পাননি। রোহিতের অনুপস্থিতিতে লোকেশ রাহুলের সঙ্গে ওপেন করেন শুভমান গিল। প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন শুভমান। রোহিতের অনুপস্থিতিতে প্রথম টেস্টে ১৮৮ রানে  সহজ জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। ২২ ডিসেম্বর থেকে ঢাকার মিরপুরের শের–ই–বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে। ভারতীয় দল অপরিবর্তিত থাকার সম্ভাবনাই বেশি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!