- মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ১৪, ২০২৩
আইপিএলেও ওভাল টেস্টের প্রস্তুতি? বোলারদের ওয়ার্কলোডের দিকে নজর দিতে চান রোহিত
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের খেলার ছাড়পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে প্রস্তুতির পরিকল্পনা শুরু হয়ে গেছে ভারতীয় দলের। ৭ জুন ইংল্যান্ডের ওভালে অনুষ্ঠিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। প্রস্তুতির জন্য তার আগে বেশ কিছু ক্রিকেটারকে ইংল্যান্ডে পাঠাতে চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবে আইপিএলেও ওভাল টেস্টের প্রস্তুতি চলবে বলে জানিয়েছেন রোহিত শর্মা।
ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালের প্রসঙ্গে রোহিত বলেন, ‘যারা ফাইনালে খেলবে তারা যে আগে ইংল্যান্ডে খেলেনি এমন নয়। দু-একজন ক্রিকেটারের হয়তো ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা নেই। তবে আইপিএল চলাকালীন আমাদের বোলারদের ওয়ার্কলোডের দিকে নজর রাখা হবে। প্রত্যেককেই ডিউক বলে প্র্যাকটিস করতে বলা হবে, এবং বোলারদের ডিউক বল সরবরাহ করা হবে। আইপিএল চলাকালীনে সবাই ডিউক বলে প্র্যাকটিস করে নিজেদের তৈরি করে নেবে। আর যে ৬টা দল আগে আইপিএল থেকে ছিটকে যাবে, সেই দলে থাকা টেস্ট ক্রিকেটারদের ২১ মে–র পর ইংল্যান্ডে পাঠানোর পরিকল্পনা আছে। যাতে ইংল্যান্ডে গিয়ে ২ সপ্তাহ প্রস্তুতি নিতে পারে।’
ভারতে সাধারণত এসজি এবং অস্ট্রেলিয়ায় কোকাবুরা বলে টেস্ট খেলা হয়। কিন্তু ইংল্যান্ডের মাটিতে টেস্টে ডিউক বল ব্যবহার করা হয়। তাই জোরে বোলারদের মানিয়ে নেওয়ার জন্য ডিউক বল সরবরাহ করা হচ্ছে। যাতে ডিউক বলে কিছুদিন প্র্যাকটিস করে ক্রিকেটাররা সড়গড় হতে পারেন।
ইংল্যান্ডের মাটিতে ফাইনাল খেলার প্রসঙ্গে রোহিত বলেন, ‘এটা দুই দলের কাছেই নিরপেক্ষ মাঠ। তাছাড়া একটা ভিন্ন বলে খেলা হবে। দুই দলই বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রচুর ক্রিকেট খেলেছে। তাই দুই দলের কাছে ইংল্যান্ডের পরিবেশ সমস্যা হবে না। তবে হ্যাঁ ভারতের মাটিতে ভারত কিংবা অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার খেলার মত তুলনা করলে চলবে না। ইংল্যান্ডের খেলাটা অনেকটাই আলাদা হবে। আমি নিশ্চিত দুটো দলই আলাদা করে প্রস্তুতি নেবে।’
❤ Support Us