Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ১৮, ২০২৩

অনিশ্চিত অক্ষর প্যাটেল, বিশ্বকাপ দলে পরিবর্তনের ইঙ্গিত রোহিত শর্মার

আরম্ভ ওয়েব ডেস্ক
অনিশ্চিত অক্ষর প্যাটেল, বিশ্বকাপ দলে পরিবর্তনের ইঙ্গিত রোহিত শর্মার

চোট সমস্যা যেন কিছুতেই পেছন ছাড়ছে না ভারতের। গত বছর থেকেই একের পর এক ক্রিকেটারের চোট। একজন সুস্থ হয়ে মাঠে ফিরছেন তো অন্য জন চোটের কবলে পড়ছেন। যশপ্রীত বুমরা, লোকেশ রাহুল, শ্রেয়স আয়াররা চোট সারিয়ে ফিরলেও এবার চোটের কবলে পড়লেন অক্ষর প্যাটেল। তাঁর চোটের যা পরিস্থিতি, বিশ্বকাপে অনিশ্চিত হয়ে পড়েছেন।
এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে কব্জি ও হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন অক্ষর প্যাটেল। ফাইনাল থেকে ছিটকে যান। ফাইনালের জন্য তড়িঘড়ি ওয়াশিংটন সুন্দরকে দেশ থেকে কলম্বো উড়িয়ে নিয়ে যাওয়া হয়। শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনালে দলে থাকলেও ব্যাটিং কিংবা বোলিং করতে হয়নি অক্ষর প্যাটেলকে। ফলে তিনি কতটা ম্যাচ ফিট পরীক্ষা হয়নি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম দুটি ম্যাচে খেলতে পারবেন না। অক্ষরকে বিশ্রাম দেওয়া হয়েছে। যদি চোট গুরুতর হয়, তাহলে বিশ্বকাপের দলে তাঁর পরিবর্ত নেওয়া হবে।
বিশ্বকাপ দলে যে পরিবর্তনের সম্ভাবনা আছে, সেকথা জানিয়েছেন অধিনায়ক রোহিত শর্মাও। এশিয়া কাপ জেতার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারত অধিনায়ক বলেন, রবিচন্দ্রন অশ্বিন ও ওয়াশিংটন সুন্দরের জন্য দরজা এখনও খোলা। তাঁর কথায়, ‘বিশ্বকাপের জন্য ‌এখনও চূড়ান্ত দল ঘোষণা হয়নি। পরিবর্তনের সুযোগ আছে। স্পিন বোলিং অলরাউন্ডারদের ক্ষেত্রে এখনও সকলের জন্য দরজা খোলা। অশ্বিনের জন্যও। ওর সঙ্গে ফোনে কথা হয়েছে। ওয়াশিংটন সুন্দরের ক্ষেত্রেও একই কথা বলব। ব্যাট ও বল হাতে যে ক্রিকেটাররা ভরসা দিতে পারবে, তেমন ক্রিকেটারই চাইছি।’‌
২৮ সেপ্টেম্বরের মধ্যেস বিশ্বকাপের দলে চূড়ান্ত পরিবর্তন করা যাবে।  বিশ্বকাপের দলের বাইরে থাকা ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ রাখছে টিম ম্যানেজমেন্ট। সকলেই পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল। দলে সুযোগ পেলে কাকে কী ভূমিকা পালন করতে হবে সেটাও সকলকে বোঝানো হয়েছে বলে জানান রোহিত। এখন দেখার অক্ষর প্যাটেল ২৮ সেপ্টেম্বরের মধ্যে পুরো ফিট হতে পারেন কিনা। তবে অশ্বিন মাঠে নামার জন্য তৈরি রয়েছেন। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ভিভিএল লক্ষ্মণ ও সাইরাজ বাহুতুলের তত্ত্ববধানে প্র‌্যাকটিস করছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!